ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

বাঁশখালীতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

শিব্বির আহমদ রানা, বাঁশখালী :

 

চট্টগ্রামের বাঁশখালীতে পুকুরে ডুবে আহমদ উল্লাহ (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার শীলকূপ ইউনিয়নের পশ্চিম মনকিচর ১ নম্বর ওয়ার্ডের নয়াঘোনা এলাকায় এ ঘটনা ঘটে।

 

এ ঘটনায় মারা যাওয়া শিশু আহমদ উল্লাহ ওই এলাকার নুরুল কাদের এর পুত্র। নিহত শিশুর ছোট চাচা হাফেজ নুরুন্নবী জানান, আমাদের পুরাতন বাড়ির অদূরে একই এলাকায় নুরু মার্কেটের পশ্চিমে আমার ভাইয়ের নতুন ভিটায় শিশু আহমদ উল্লাহ্ তার মায়ে সাথে যায়।

 

তার মা নতুন ভিটায় মগ্ন হয়ে কাজ করার একফাঁকে অগোচরে শিশু আহমদ উল্লাহ্ পাশের পুকুরে পড়ে যায়। পরে পুকুর থেকে উদ্ধার করে তাকে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪