ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

কুতুবদিয়ার নতুন ইউএনও মোঃ রাশেদুল ইসলাম যোগদান

স্টাফ রি‌পোর্টার, কুতুব‌দিয়া

কুতুবদিয়ায় নতুন ইউএনও মোঃ রাশেদুল ইসলাম কর্মস্থলে যোগদান করেছে। বুধবার (১৩‌ ডি‌সেম্বর) তি‌নি কুতুব‌দিয়ায় এ‌সে প্রথম কর্ম দিবস শুরু ক‌রেন।

এর তিনি চাঁদপুর জেলার হাজীগঞ্জের এর ইউএনও হিসাবে কর্মরত আছেন। হাজীগঞ্জে তিনি ২০২২ সালের ৭ এপ্রিল থেকে দায়িত্ব পালন করছেন। মোঃ রাশেদুল ইসলাম বিসিএস (প্রশাসন) ৩৪তম ব্যাচের একজন সদস্য। তাঁর নিজের বাড়ি কুমিল্লা জেলায়।

অপরদিকে, কুতুবদিয়া’র বর্তমান ইউএনও দীপংকর তঞ্চগ্যা (১৭৬১৪)-কে একই প্রজ্ঞাপনে চট্টগ্রাম জেলার কর্ণফুলী উপজেলার ইউএনও হিসাবে বদলী করা হয়েছে।