ই-পেপার | রবিবার , ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

চমেক হাসপাতালে দুই দালাল গ্রেফতার

চট্টগ্রাম ব্যুরো :

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে এক নারীসহ দুই দালালকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৮ নভেম্বর) বিকেল সোয়া ৪টার দিকে চমেক হাসপাতালের গাইনি বিভাগের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।

 

তারা হলেন, চট্টগ্রামের হাটহাজারী থানার মির্জাপুর গ্রামের হাজী পুকুর পাড় এলাকার মৃত মফজল আহম্মদের মেয়ে রশিদা বেগম (৬০) এবং বোয়ালখালী থানার সরোয়াতলী গ্রামের বাবুল দে’র ছেলে রয়েল দে (৩৫)।

 

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নুরুল আশেক বলেন, চমেক হাসপাতালের গাইনি ওয়ার্ডের সামনে থেকে এক মহিলা দালালসহ দুই দালালকে গ্রেফতার করা হয়েছে। মূলত তারা গাইনি ওয়ার্ডে আসা রোগী ও রোগীর স্বজনদের হয়রানি করে আসছিল। তাদের রোববার সকালে আদালতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।