ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

নোয়াখালী কোর্ট এলাকায় বিএনপি ও ছাত্রদলের সভাপতি আটক

মোঃ বেল্লাল হোসাইন নাঈম,নোয়াখালী:

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলা বিএনপির সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আনোয়ারুল হক কামালকে (৬৫) ও উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি রুবেলকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৮ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে জেলার শহর মাইজদী কোর্ট এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বখতিয়ার উদ্দিন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত আসামি কামিলের বিরুদ্ধে ৫টি ও রুবেলের মামলা রয়েছে। গোপন সংবাদেও ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) তাকে গ্রেফতার করে। বুধবার বিকেলে সাড়ে ৪টার দিকে তাকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।

 

বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম-মহাসচিব ও নোয়াখালী-১ চাটখিল-সোনাইমুড়ী আসনের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন উপজেলা বিএনপির সভাপতি আনোয়ারুল হক কামাল ও উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি রুবেলকে আদালত পাড়া থেকে আটক ও ৫নভেম্বর চাটখিলে থানায় পুলিশ অন্যায় ভাবে আরিফুর রহমান রাজু ও রাজু আহমেদ কে আটকের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং তাদের মুক্তি দাবি করেন। তিনি আরো বলেন গত ৬নভেম্বর চাটখিল উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের ৩৪জন নেতাকর্মীদের নাম উল্লেখ করে আরো অজ্ঞাতনামা ১৪০/১৫০জন আসামি করে পুলিশ মামলা দায়ের করেন। আমি চাটখিল-সোনাইমুড়ী উপজেলা বিএনপিসহ সকল রাজনৈতিক বন্দী নেতা-কর্মীদের মুক্তি ও মামলা প্রত্যাহারে দাবি করছি।

 

নোয়াখালী জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুর রহমান অভিযোগ করে বলেন, পুলিশ রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য নোয়াখালীতে গণগ্রেফতারের চালাচ্ছে। এই ধারাবাহিকতায় সোনাইমুড়ী উপজেলা বিএনপির সভাপতি কামালকে গ্রেফতার করেছে। একই সময়ে সোনাইমুড়ী উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি রুবেলকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী। আমি তাদের গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং মুক্তি দাবি করছি।

সিএনএন বাংলা২৪