ই-পেপার | শনিবার , ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

কক্সবাজারে ঝাউবাগান থেকে স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

বিশেষ প্রতিবেদক:

কক্সবাজারের সাগরপাড়ের ঝাউবাগান থেকে নবম শ্রেণি পড়ুয়া এক ছাত্রের মরদেহ উদ্ধার হয়েছে। শনিবার বিকেলে কক্সবাজার পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের পশ্চিম কুতুবদিয়াপাড়ার ঝাউবাগান এলাকা থেকে এবাদত উল্লাহ (১৬) নামের ওই স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করে পুলিশ।

এই ঘটনায় এবাদত উল্লাহর দুই বন্ধুকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যাওয়া হয়েছে।

নিহত এবাদত উল্লাহ কক্সবাজার পৌরসভার ১নং ওয়ার্ডের নতুনপাড়ার মালয়েশিয়া প্রবাসী নুরুল আলমের পুত্র। সে কক্সবাজার পৌর প্রিপ্যারেটরি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।

 

নিহতের ভাই শরীয়ত উল্লাহ জানান, তার ভাই এবাদত উল্লাহ শুক্রবার রাত থেকে বাড়ি ফেরেনি। সেই থেকে তার ব্যবহৃত মুঠোফোনও বন্ধ পাওয়া যায়।

 

কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম জানান, নিহতের শরীরে একাধিক ছুরিকাঘাত ও দড়ি দিয়ে গলায় শ্বাসরোধ করে হত্যার আলামত পাওয়া গেছে। এই ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে থানায় আনা হয়েছে।

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪