ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

লন্ডনে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র ইফতার মাহফিল ও সাউথ ইস্ট রিজিওনের আহবায়ক কমিটি গঠন

সালেহ আহমদ (স’লিপক):

গণতন্ত্রের মাতৃভূমি নামে খ্যাত ম্যাল্টিন্যাশনাল ও মাল্টিকালচারালের বিলেতের বিভিন্ন শ্রেণীপেশার বিশিষ্টজন ও কমিউনিটি নেতৃবৃন্দের উপস্থিতিতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র ইফতার মাহফিল ও সাউথ ইস্ট রিজিওনের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।

মঙ্গলবার (২এপ্রিল) ইস্ট লন্ডনের হোয়াইট চ্যাপেল রোডস্থ বারাকা ইটারী রেস্টুরেন্টে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের কনভেনার কমিউনিটি লিডার মোহাম্মদ মকিস মনসুর এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কমিউনিটি ব্যক্তিত্ব সংগঠনের প্যাট্রন ডক্টর হাসনাত এম হোসেইন এমবিই।

সদস্য সচিব ডক্টর মুজিবুর রহমান এর পরিচালনায় ইফতার পূর্ব আলোচনায় বিশেষ অতিথি ছিলেন সংগঠনের প্যাট্রন কমিউনিটি লিডার কে এম আবু তাহের চৌধুরী, রাজনৈতিক ব্যক্তিত্ব আলহাজ্ব জালাল উদ্দিন, গ্রেটার সিলেট কাউন্সিলের সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযুদ্ধা সৈয়দ আব্দুল কাইয়ুম কয়সর, গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র কো-কনভেনর ব্যবসায়ী মসুদ আহমদ, সমাজসেবক বীর মুক্তিযুদ্ধা দেওয়ান গৌস সুলতান, বীর মুক্তিযোদ্ধা আহবাব হোসেইন চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মোস্তফা, ব্যবসায়ী ও সমাজসেবক বিবিসিসিআই সভাপতি সাইদুর রহমান রেনু, লন্ডন বাংলা প্রেসক্লাবের সাবেক সভাপতি সৈয়দ নাহাশ পাশা, রাজনৈতিক ব্যক্তিত্ব আব্দুল আহাদ চৌধুরী, সাবেক স্পীকার আহবাব হোসেন, কাউন্সিলার রিতা বেগম, কাউন্সিলার আবু তালহা চৌধুরী, ইসলামী ব্যক্তিত্ব মাওলানা আব্দুল কাদির সালেহ, আইনজীবী ব্যরিস্টার আব্দুস শহীদ, ব্যরিস্টার নাজির আহমদ, চ্যানেল এস মৌলভীবাজারের হেড অব নিউজ খালেদ চৌধুরী, গ্রেটার সিলেট কাউন্সিল ইউকের সাবেক সাংগঠনিক সম্পাদক দিলওয়ার হোসেন দিলু, সাউথ ইস্ট রিজিওনের প্রতিষ্ঠাতা ট্রেজারার লোকমান আলী প্রমুখ।

অন্যান্যদের মধ্যে ব্যরিস্টার মাসুদ আহমদ চৌধুরী, ব্যরিস্টার লিয়াকত আলী, সিলেট সদর এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহীন আহমদ, উত্তরভাগ ওয়েলফেয়ার এসোসিয়েশনের সেক্রেটারী ওয়ারিছ আলী, সমাজসেবক হারুনুর রশিদ, লোকমান আহমদ, জামাল হোসেন, সিপার রেজাউল করিম, সাংস্কৃতিক সংগঠক শেখ নুরুল ইসলাম, হেলেন ইসলাম, কমিউনিটি ব্যক্তিত্ব সৈয়দ আমিনুল হক, বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের সাধারণ সম্পাদক মিসবাহ উদ্দিন, ট্রেজারার মোঃ আজম খান, জয়েন্ট সেক্রেটারি আখলাকুর রহমান, তরুণ সংগঠক বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের সাংস্কৃতিক সম্পাদক কদর উদ্দিন, বিশ্বনাথ এইড ইউকের সভাপতি আব্দুর রহিম রন্জু, দশঘর প্রগতি ট্রাস্টের সাধারণ সম্পাদক তানভীর আহমদ, কমিউনিটি ব্যক্তিত্ব ময়ূর মিয়া, আব্দুল মালিক, বিশ্বনাথ এইড ইউকের সাবেক সভাপতি খালেদ খান, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল বাসিত রফি, তরুণ সংগঠক আজম আলী, দৌলত আহমদ, ব্যবসায়ী ও এন্টারপ্রেনার জসিম উদ্দিন, ইসলাম উদ্দিন, আলা উদ্দিন, সিলেট সদর এসোসিয়েশনের সেক্রেটারি মোঃ শাহীন আহমদ, শেখ আব্দুর রউফ তালুকদার, আতিকুল ইসলাম, বদরুল হক মনসুর, বাংলাদেশ প্রবাসী ও অভিবাসী পরিষদ এর প্রধান উপদেষ্টা মোঃ মাসুদুর রহমান মাসুদ, কমিউনিটি এক্টিভিস্ট দৌলত আহমদ, আনোয়ার খান, জোবায়ের আহমদ শাহজাহান, আব্দুল ওয়াহিদ, নাসির উদ্দিন, রাকিব রুহেল, মোঃ আফতাব হোসেন, শাহ চেরাগ আলী, শাহাব উদ্দিন, আবু চৌধুরী, সাংবাদিক আজিজুল আম্বিয়া, মহিলা সংগঠক সোফিয়া আলম, জোনারা ইসলাম, রুবি আক্তার, ইভা আহমদ, অনু দে, গঙ্গা দে, শাহ্ সাইফুল আক্তার লিংকন, আবুল হাসান, সাব্বির আহমদ, আব্দুল আহাদ, তাজুল ইসলাম সহ অন্যান্য কমিউনিটি এক্টিভিস্ট ও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ইফতার মাহফিলে বিলেতে ব্রিটিশ বাংলাদেশী কমিউনিটির উন্নয়ন ও মানবতার কল্যাণে সবাইকে ঐক্যের বন্ধনে কাজ করা সহ মুসলিম উম্মার সূখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া পরিচালনা করেন মাওলানা আব্দুল কাদির সালেহ।

সভায় গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের প্রায় দুইশত সদস্য পাঁচশত পাউন্ড পে করে লাইফ মেম্বার হওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন বলে জানানো হয়। সংগঠনকে শক্তিশালী করার লক্ষ্যে গোটা ব্রিটেনজুড়ে লাইফ মেম্বার বাড়ানোর জন্য দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়। সভায় বক্তারা বলেন, গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র সাথে বিলেতের সুপরিচিত ও প্রবীণ কমিউনিটি ব্যক্তিত্ব রয়েছেন বিধায় এই সংগঠনের সফলতা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। তাই অনেকেই পাঁচশত পাউন্ড দিয়ে লাইফ মেম্বার হওয়ার জন্য আগ্রহ প্রকাশ করছেন।

ইফতার শেষে ২য় পর্বে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের কনভেনার মোহাম্মদ মকিস মনসুর গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের সাউথ ইষ্ট রিজিওনের ১০১ সদস্যবিশিষ্ট আহবায়ক কমিটি এবং ২১ সদস্যবিশিষ্ট উপদেষ্টা কমিটির নাম ঘোষণা করার পর উপস্থিত সবাই সর্ব সম্মতিক্রমে করতালির মাধ্যমে পূর্ণ সমথর্ন প্রদান করেছেন।

সংগঠনের সাউথ ইষ্ট রিজিওনাল কনভেনার নির্বাচিত হয়েছেন কমিউনিটি লিডার হারুনুর রশিদ, কো-কনভেনার ব্যবসায়ী জামাল হোসেন। এছাড়া ও জয়েন্ট কনভেনার মোঃ তাজুল ইসলাম, কাউন্সিলর রিতা বেগম, ব্যরিস্টার আব্দুস শহীদ, কদর উদ্দিন, সিপার রেজাউল করিম, মৌলানা রফিক আহমদ রফিক, বেলাল হোসেন, আব্দুর রহিম রন্জু, শেখ নুরুল ইসলাম, আব্দুল বাসিত রফি, হেলেন ইসলাম, সৈয়দ এম করিম সায়েম, খালেদ খান, ইসলাম উদ্দিন, ব্যরিস্টার লিয়াকত আলী, খালেদ চৌধুরী, হেভেন খান, আজম আলী, সাদেক মিয়া, খান জামাল নুরুল ইসলাম, আজিজুল আম্বিয়া, গিয়াস আহমদ, রাকিব রুহেল, আব্দুল মালিক ও নিয়ামত খান।

সদস্য নুরুল ইসলাম মাহবুব, সৈয়দ আব্দুল কাইয়ুম কয়সর, মসুদ আহমদ, ড. এম মুজিবুর রহমান, মাসুম আহমদ, মিরন মিয়া, তানভীর আহমদ, শরিফুল ইসলাম, কামাল আহমদ, লুবেক চৌধুরী, মোঃ জসিম উদ্দিন, তারেক চৌধুরী, আবুল কালাম, আনোয়ার খান, নাসির উদ্দিন, আব্দুল মালিক, সোফিয়া আলম, জোনারা ইসলাম, আব্দুল ওয়াহিদ, জোবায়ের আহমদ শাহজাহান, মোঃ শাহীন আহমদ, আলা উদ্দিন, রুজিয়া বেগম, রুবি আক্তার, ইভা আহমদ, অনু দে, গঙ্গা দে, সাব্বির আহমদ, আব্দুল আহাদ, আবুল হাসান, মোঃ মাসুদুর রহমান মাসুদ, শাহ সাইফুল আক্তার, আজমল হোসেন,রেজাব আহমদ, শাহ চেরাগ আলী, শাহাব উদ্দিন, মাসুদুর রহমান, আব্দুর রহিম, নূর আলম, মোঃ আফতাব হোসেন প্রমূখ।

রিজিওনাল আহবায়ক কমিটি আগামী তিনমাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন সহ গ্রেটার সিলেট কমিউনিটি ইস্ট লন্ডন ব্রাঞ্চ, এসেক্স ব্রাঞ্চ, মিডলসেক্স ব্রাঞ্চ, সেন্ট্রাল লন্ডন ব্রাঞ্চ, কেন্ট ব্রাঞ্চ, লুটন ব্রাঞ্চ ও বেডফোর্ড ব্রাঞ্চ কমিটি গঠন করার মাধ্যমে সংগঠনের আগামী দিনের কর্মকান্ডে আরও বলিষ্ঠ ভূমিকা রাখবে বলে আগত নেতৃবৃন্দ আশাবাদ ব্যাক্ত করেছেন।