ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

পটিয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত

আবদুল হাকিম রানা, পটিয়া :

চট্টগ্রামের পটিয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হয়েছে। পটিয়া ডায়াবেটিস হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির উদ্যোগে মঙ্গলবার সকালে বর্ণাঢ্য শোভাযাত্রা ও এ উপলক্ষে ফ্রি চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়।

শোভাযাত্রার অগ্রভাগে ছিলেন সমিতির সহ সভাপতি, সাবেক মেয়র নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক আলহাজ্ব মন্জুরুল আলম, যুগ্ম সম্পাদক এম এন এ নাছির, অর্থ সম্পাদক এম নজরুল ইসলাম ঝন্টু, পৌর আওয়ামী লীগের সভাপতি আলমগীর আলম, জালাল উদ্দীন, জাহাঙ্গীর আলম, আবদুল মোতালেব, রফিক, কামাল উদ্দিন তালুকদার, ফৌজুল করীম মাষ্টার, জাফর আহমদ যুবলীগ নেতা এম খায়রুল ইসলাম, জহিরুল হক তালুকদার, আমির হোসেন আমু জাহাঙ্গীর আলম, ফরিদুল আলম প্রমুখ। এতে ডায়াবেটিসের ঝুঁকি জানুন, প্রয়োজনীয় ব্যবস্থা নিন- প্রতিপাদ্য বিষয় মেনে সুস্থ জীবন গঠনের আহবান জানিয়ে বলা হয়, তীব্র তৃষ্ণা, অতিরিক্ত প্রস্রাবের প্রবণতা, দ্রুত ওজন হ্রাস, প্রচণ্ড ক্ষুধা, দুর্বলতা বা ক্লান্তি, অস্বাভাবিক বিরক্তি, ঝাপসা দৃষ্টি,
বমি বমি ভাব, বেশি বেশি পরিলক্ষিত হলে ডায়াবেটিস পরীক্ষা করতে হবে। এ রোগ একটি জীবনব্যাধি। শৃঙ্খলিত জীবন গঠনের মাধ্যমে ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ করা সম্ভব। তারা এর জন্য ঔষধ সেবনের পাশাপাশি নিয়মিত শরীর চর্চার উপর গুরুত্বারোপ করেন। সকালে এ উপলক্ষে বাদ্য বাজনা নিয়ে বর্ণাঢ্য এক শোভাযাত্রা পটিয়ার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।