ই-পেপার | শনিবার , ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ

খুলনায় ১৬ ওয়ার্ডে বর্তমান কাউন্সিলরদের পরাজয়, নতুনদের চমক

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি) নির্বাচনে নগরীর সাধারণ ৩১টি এবং সংরক্ষিত ১০টি ওয়ার্ডের মধ্যে ১৬টিতে বর্তমান কাউন্সিলররা পরাজিত হয়েছেন। অধিকাংশ ওয়ার্ডে নতুন প্রার্থীরা বিজয়ী হয়ে চমক সৃষ্টি করেছেন।

কেসিসির ৩১টি সাধারণ ও ১০টি সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর পদে ঘোষিত বেসরকারি ফলাফলে এ তথ্য জানা গেছে।

বর্তমান কাউন্সিলরদের পরাজয়

এবারের নির্বাচনে নগরীর ৩১টি সাধারণ ওয়ার্ডের মধ্যে ১২টিতে পরাজিত হয়েছেন বর্তমান কাউন্সিলরা।

তারা হলেন- ১ নং ওয়ার্ডের শেখ আব্দুর রাজ্জাক, ২ নং ওয়ার্ডের মো. সাইফুল ইসলাম, ৪ নং ওয়ার্ডের কবির হোসেন কবু মোল্লা, ৭ নং ওয়ার্ডের শেখ সুলতান মাহমুদ পিন্টু, ৮ নং ওয়ার্ডের এইচএম ডালিম হাওলাদার, ১০ নং ওয়ার্ডের কাজী তালাত হোসেন কাউট, ১১ নং ওয়ার্ডের মুন্সি আব্দুল ওয়াদুদ, ১২ নং ওয়ার্ডের মো. মনিরুজ্জামান মনির, ১৬ নং ওয়ার্ডের মো. আনিছুর রহমান বিশ্বাস, ১৯ নং ওয়ার্ডের আশফাকুর রহমান কাকন, ২১ নং ওয়ার্ডের শামছুজ্জামান মিয়া স্বপন ও ২৮ নং ওয়ার্ডের আজমল আহমেদ তপন।

এছাড়া সংরক্ষিত চারটি ওয়ার্ডে হেরেছেন বর্তমান কাউন্সিলররা। তারা হলেন- সংরক্ষিত ৩নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর রহিমা আক্তার হেনা, ৪ নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর পারভীন আক্তার, ৬নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর শেখ আমেনা হালিম বেবী ও ১০ নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর মিসেস রেকসনা কালাম লিলি।

নতুনদের চমক 

এবারের নির্বাচনে কাউন্সিলর পদে সাধারণ ও সংরক্ষিত ১৬টি ওয়ার্ডে নতুনরা নির্বাচিত হয়েছেন।

কেসিসির ১২টি সাধারণ ওয়ার্ডে নির্বাচিতরা হলেন- ২ নং ওয়ার্ডে এসএম মনিরুজ্জামান মুকুল, ৪ নং ওয়ার্ডে গোলাম রব্বানী টিপু, ৭ নং ওয়ার্ডে শেখ খালিদ আহমেদ, ১০ নং ওয়ার্ডে শরিফুল ইসলাম প্রিন্স, ১১ নং ওয়ার্ডে নাইমুল ইসলাম খালেদ, ১২ নং ওয়ার্ডে মাস্টার শফিকুল আলম, ১৬নং ওয়ার্ডে হাসান ইফতেখার চালু, ১৮ নং ওয়ার্ডে রাজুল হাসান রাজু, ১৯ নং ওয়ার্ডে জাকির হোসেন বিপ্লব, ২১ নং ওয়ার্ডে ইমরুল হাসান, ২৭ নং ওয়ার্ডে এস এম রফিউদ্দিন আহমেদ ও ২৮ নং ওয়ার্ডে জিয়াউল আহসান টিটো।

এছাড়া নগরীর সংরক্ষিত ১০টি ওয়ার্ডের মধ্যে চারটি ওয়ার্ডে নির্বাচিতরা হলেন- ৩ নং ওয়ার্ডে রাফিজা, ৪ নং ওয়ার্ডে খাদিজা সুলতানা, ৬ নং ওয়ার্ডে রোজি ইসলাম নদী এবং ১০ নং ওয়ার্ডে জেসমিন পারভীন জলি।

উল্লেখ্য, ৩১টি সাধারণ ওয়ার্ডে ১৩৬ জন এবং ১০টি সংরক্ষিত ওয়ার্ডে ৩৯ জন কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪: