ই-পেপার | মঙ্গলবার , ১৮ই জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

মৌলভীবাজার কলেজ ছাত্র নাইম হত্যার বিচারের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

সালেহ আহমদ স’লিপক, সিলেট :

মৌলভীবাজার সরকারি কলেজের ডিগ্রি (পাস) ১ম বর্ষের শিক্ষার্থী রেজাউল করিম নাইমের নৃশংস হত্যার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মৌলভীবাজার সরকারি কলেজ শিক্ষার্থীদের উদ্যোগে কলেজ ক্যাম্পাসে মিছিল এবং কলেজের মুলফটকে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সোমবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় নাইম হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মিছিল পরবর্তী বিশ্বজিৎ নন্দীর সভাপতিত্বে এবং নুরুল ইসলামের সঞ্চালনায় মৌলভীবাজার সরকারি কলেজের মুলফটকে মানববন্ধনে বক্তব্য রাখেন রাজিব সূত্রধর, শাহরুখ ইসলাম, রেদোয়ান হোসেন সোহান,ওয়াজেদুর রহমান সহ মৌলভীবাজার সরকারি কলেজের শিক্ষার্থীবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন রেজাউল করিম নাইমের ছোট ভাই রেজওয়ান করিম নাদিম।

মানববন্ধনে বক্তারা ডিগ্রি ১ম বর্ষের শিক্ষার্থী রেজাউল করিম নাইমকে নৃশংস হত্যাকারী সকল ঘাতকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। বিচারের দীর্ঘ সূত্রতার ঘুরপাকে যেন নাঈমের হত্যাকারীরা রেহাই না পায়। আর যাতে কোন শিক্ষার্থী এরকম নৃশংস হত্যার শিকার না হয় সেই দাবি রাখেন বক্তারা।