ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

কক্সবাজার বায়তুশ শরফে ইছালে সওয়াব মাহফিল, প্রস্তুতি সভা

কোহিনুর হেলাল, কক্সবাজার :

 

কক্সবাজার শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত বায়তুশ শরফ কমপ্লেক্সে অলিকুল শিরোমনি, বড়পীর হযরত আব্দুল কাদির জিলানী (রাঃ)- র ওফাত বার্ষিকী উপলক্ষ্যে ইছালে সওয়াব (ফাতেহায়ে ইয়াজ দহুম) মাহফিল আগামী (২৭ ও ২৮ অক্টোবর) শুক্র ও শনিবার আয়োজন করা হয়েছে!

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বায়তুশ শরফ কমপ্লেক্সের আহবায়ক এবং মাহফিল উদযাপন পরিষদের মহাপরিচালক এম এম সিরাজুল ইসলাম।

অনুষ্ঠানে প্রধান অতিথি (প্রধান বক্তা) হিসেবে উপস্থিত থাকবেন রাহবারে বায়তুশ শরফ, শায়খ আল্লামা মুহাম্মদ আব্দুল হাই নদভী ( মঃ জিঃ আঃ), পীর সাহেব বায়তুশ শরফ, বাংলাদেশ।

 

শুক্রবার (২৭ অক্টোবর) সকাল ৬ টায় অনুষ্ঠানের শুরুতেই থাকবে খতমে কোরআন, খতমে সুরা আন্আম,খতমে খাজেগান,খতমে তাহলিল ও খতমে বুখারী।

 

সন্ধ্যা ৬ টায় থাকবে জিকির মাহফিল ও দস্তারবন্দী। আরও থাকবে হুজুর কেবলা’র ( মঃ জিঃআঃ) এর বয়ান ও বিশিষ্ট ওলামায়েকিরামগণের বয়ান।

 

শনিবার (২৮ অক্টোবর) অনুষ্ঠান শুরু হবে ভোর ৪ টায় সালাতে তাহাজ্জুদের মাধ্যমে। তাছাড়াও রয়েছে জিকির মাহফিল, মিলাদ, তওবা ইস্তিগফার, বয়ান ও আখেরী মোনাজাত।

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪