ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

মহেশখালিতে গভীর নলকূপ স্থাপন: সুফল পাবে আড়াই হাজার পরিবার

মুহাম্মদ আবুল কাশেম:

কক্সবাজারের দ্বীপ উপজেলা মহেশখালীতে ওয়ার্ল্ড ব্যাংকের অর্থায়নে স্থাপন করা হচ্ছে তিনটি টিউবওয়েল। এর মধ্যে একটি মাতারবাড়ী ইউনিয়নের আনছার মার্কেট এলাকায়, একটি কালারমারছড়া ইউনিয়নের চিকনিপাড়া উচ্চ বিদ্যালয়ের পাশে ও অন্যটি শাপলাপুর ইউনিয়নের ০৬নং ওয়ার্ডের ধুইল্যাছড়ি এলাকার মূলকেন্দ্রে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, টিউবওয়েলগুলো থেকে আশপাশের সাড়ে সাত কিলোমিটার এলাকার বাসিন্দাদের সুপেয় পানি সরবরাহ করা হবে। গভীর এই নলকূপগুলো থেকে প্রতিদিন প্রায় ৮ শ’ পরিবারে পানি সরবরাহ করা সম্ভব হবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। সেই হিসেবে ওই তিন ইউনিয়নের প্রায় আড়াই হাজার পরিবারের নিত্য ব্যবহার ও পানীয়জলের চাহিদা পূরণ হবে।

 

মহেশখালী উপজেলাটি একদিকে পাহাড়ি দ্বীপ, অন্যদিকে ঘুর্ণিঝড় প্রবন এলাকা। তাই এখানকার লোকজন গ্রীষ্মকালে পানি শূণ্যতায় যেমন ভোগে তেমনি বর্ষাকালে লবণাক্ত পানির কারণে বিশুদ্ধ পানির সংকটে পড়ে।
তবে আশা করা যাচ্ছে, গভীর এই তিনটি টিউবওয়েল স্থাপনের কাজ শেষে পানি সরবরাহ চালু করলে এখানকার মানুষের পানির দুর্দশা অনেকটাই লাঘব হবে।

 

এইচ এম কাদের,সিএনএনবাংলা২৪