ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

বালিখাঁ ইউনিয়নে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত

মাহমুদুল্লাহ রিয়াদ, ময়মনসিংহ

ময়মনসিংহের তারাকান্দা উপজেলার ৫নং বালিখাঁ ইউনিয়নের মালিডাঙ্গা, এলাকয় জমি সংত্রান্ত, বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।সোমবার (০৬ নভেম্বর  বেলা ১১টার দিকে বালিখাঁ ইউনিয়নের, মালিডাঙ্গা এলাকায় এ মারামারির ঘটনা ঘটে। পরে বুধবার ০৮ নভেম্বরে সন্ধায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায় যুবক কালামিন ইসলাম।

 

কালামিন ইসলাম (৩২) তারাকান্দা উপজেলার ৫নং বালিখাঁ ইউনিয়নের মালিডাঙ্গা গ্রামের মৃত আব্দুল মজিদ এর ছেলে।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, নিহত কালামিন ইসলামের সঙ্গে মালিডাঙ্গা এলাকার বিল্লাল হোসেনের, জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল।তবে পুলিশ এ হত্যাকাণ্ডে জড়িত কাউকে আটক করতে পারেনি এখনো। তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। খুব দ্রুত জড়িতদের গ্রেপ্তার করা হবে।