ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

আগামী ৬ সেপ্টেম্বর জন্মষ্ঠমী উৎসব

সিএনএন বাংলা ডেস্ক:

কক্সবাজারে উৎসবমুখর পরিবেশে জন্মষ্ঠমী উদযাপনের লক্ষ্যে ২১ জুলাই এক প্রস্তুতি সভা  কক্সবাজার জেলা সভাপতি স্বপন পালের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়ছে। শহরের কৃষ্ণানন্দধাম নাট মন্দিরে এ সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা এডভোকেট রনজিত দাশ।

 

শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ জেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক প্রিয়তোষ শর্মা চন্দনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- জেলা পূজা উদযাপন পরিষদের সহ সভাপতি রতন দাশ ও সাধারণ সম্পাদক বেন্টু দাশ। আগামী ৬ সেপ্টেম্বর মহাসাড়ম্ভরে উদযাপিত হবে জন্মাষ্টমী উৎসব।

 

নুর মোহাম্মদ, সিএনএন বাংলা২৪