ই-পেপার | শনিবার , ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

ঈদগাঁওর পোকখালী থেকে তিনদিন ধরে শিশু নিখোঁজ

নিজস্ব সংবাদদাতা :

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার পোকখালী থেকে হেফজখানার ছাত্র আবদুর রহমান (১৩) গত তিনদিন ধরে নিখোঁজ রয়েছে।পোকখালী ইউনিয়নের উত্তর নাইক্যংদিয়া মক্কি হেফজখানার মেধাবী ও কৃতি ছাত্র আবদুর রহমান ওই এলাকার মৃত নুরুল হকের পুত্র ও মরহুম সোনা মিয়ার নাতি।শিশুটির পরিবার জানায়, গত সোমবার (৬ নভেম্বর) সকাল থেকে আবদুর রহমানের সন্ধান পাওয়া যাচ্ছে না। সম্ভাব্য সবখানে খবর নিয়েও কোনো সন্ধান পাওয়া যায়নি তার।

 

উত্তর নাইক্যংদিয়া মক্কি হেফজখানার শিক্ষক মাওলানা হাফেজ সাইফুল ইসলাম বলেন, ‘শিশু আবদুর রহমান আমার ছাত্র। গত তিনদিন ধরে সে নিখোঁজ রয়েছে।’শিশুটির সন্ধান পাওয়া গেলে মোশাররফ হোসেন (০১৮৮১৭৩৯৩৭১) বা মুহাম্মদ কাওসার (০১৮৯০১৬৮০৪৭) এর মোবাইল নাম্বারে কল করে জানাতে পরিবারের পক্ষ থেকে বিশেষ অনুরোধ জানানো হয়েছে।