ই-পেপার | শনিবার , ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

রামুতে ৫ হাজার পিস ইয়াবাসহ দুইজন আটক

নিজস্ব প্রতিবেদক:

রামু উপজেলার তুলাতলী থেকে ৫ হাজার পিস ইয়াবাসহ ২ যুবককে আটক করেছে রামু থানার গর্জনিয়া ফাঁড়ির পুলিশ। আটককৃতরা হলেন- রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের পশ্চিম ফাক্রিকাটা গ্রামের আবু তালেবের পুত্র সাহাব উদ্দিন (৩০) ও একই এলাকার গোলাম শরীফের পুত্র আবদুর রহিম (৩৫)।

 

বুধবার (৬ জুলাই) দিবাগত রাতে তুলাতলী এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গর্জনিয়া পুলিশ ফাঁড়ির আইসি মাসুদ রানার নেতত্বে পুলিশ অভিযান পরিচালনা করে ৫ হাজার পিস ইয়াবাসহ ওই ২জনকে আটক করে। এছাড়া আরও একজন মাদক কারবারী অভিযানের বিষয়টি টের পেয়ে পালিয়ে যায়।

রামু থানার অফিসার ইনচার্জ আনোরুল হোসাইন অভিযানের সত্যতা স্বীকার করে বলেন, আইন-শৃংখলা রক্ষার পাশাপাশি চোরাচালান, ইয়াবা, মাদকসহ সকল অপরাধ দমনে সচেষ্ট রয়েছে রামু থানা।

 

নুর মোহাম্মদ, সিএনএবাংলা২৪