ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ঈদগাঁওতে যুবলীগের উদ্যোগে শোক দিবসের আলোচনা সভা ও দোয়া মাহফিল সম্পন্ন

সেলিম উদ্দীন, কক্সবাজার

বাংলাদেশ আওয়ামী যুবলীগ কক্সবাজার সদর উপজেলা ও ঈদগাঁও উপজেলার উদ্যোগে জাতীয় শোক দিবসের আলোচনা সভা ও দোয়া মাহফিল সম্পন্ন হয়েছে।

শুক্রবার (১৮ আগষ্ট) বিকেলে ঈদগাঁও পাবলিক লাইব্রেরি মাঠে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন কক্সবাজার সদর উপজেলা যুবলীগের সভাপতি ইফতেখার উদ্দিন পুতু।

 

সাধারণ সম্পাদক রাজিবুল হক চৌধুরী রিকোর সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার সদর, রামু ও ঈদগাঁও আসনের সংসদ সদস্য সায়মুম সরওয়ার কমল।

 

সভায় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের সাবেক চেয়ারম্যান লে: কর্ণেল (অবঃ) ফোরকান আহমদ ও ঈদগাঁও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু তালেব।

 

এসময় জেলা যুবলীগ নেতা এড: সরওয়ার কামাল, কক্সবাজার সদর উপজেলা যুবলীগের সহ-সভাপতি মিজানুল হক, সাংগঠনিক সম্পাদক জামিল উদ্দিন শাম, ধর্ম বিষয়ক সম্পাদক কামাল উদ্দিন, সহ সম্পাদক হারুনর রশীদ, ঈদগাঁও ইউনিয়ন যুবলীগের সভাপতি এনাম রনি, সাধারণ সম্পাদক নুরুল হুদা, জালালাবাদ ইউনিয়ন যুবলীগের সভাপতি হাসান তারেক, সাধারণ সম্পাদক সাহেদ কামাল, ইসলামপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি ওসমান আলী মোর্শেদ, সাধারণ সম্পাদক আবছার কামাল শাহিন, ইসলামাবাদ ইউনিয়ন যুবলীগের সভাপতি নাসির উদ্দীন জয়, সাধারণ সম্পাদক দিদারুল ইসলাম, পোকখালী ইউনিয়িন যুবলীগের সভাপতি আ ন ম আমজাদ হোসেন, সাধারণ সম্পাদক অহিদুর রহমান ইত্তেহাদ, চৌফলদন্ডী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ইয়াছির আরফাত, পিএমখালী ইউনিয়ন যুবলীগ নেতা রিয়াজ উদ্দিন, যুবনেতা সাইফুল ইসলাম সোহাগ, নুরুল হক, ছাত্রলীগ নেতা ইরফানুল করিম, বোরহান মাহমুদ, আব্দুর রহমান নাহিদ, কাজি আবদুল্লাহ ও সাদ্দাম হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪