ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

মৌলভীবাজারে ফতেপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আনন্দ উৎসব

সালেহ আহমদ স’লিপক, সিলেট:

মৌলভীবাজার সদর উপজেলার ফতেপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের নিয়ে চড়ুইভাতি আনন্দ উৎসব অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (৭ নভেম্বর) পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় উপলক্ষে ফতেপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা, ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, শিক্ষক অভিভাবক কমিটির সদস্যবৃন্দ ও অভিভাবকবৃন্দের সহযোগিতায় বিভিন্ন আনন্দ উৎসবের মাধ্যমে পালিত হয় চড়ুইভাতি অনুষ্ঠান।

 

 

বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত চড়ুইভাতি আনন্দ উৎসবে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার সদর উপজেলা সহকারী শিক্ষা অফিসার আহাম্মেদ আলী।ফতেপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি কফিল উদ্দিন এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির সহ-সভাপতি মোঃ আশিক, শিক্ষক অভিভাবক কমিটির সভাপতি শিমুল আহমদ, শিক্ষক অভিভাবক কমিটির সহ-সভাপতি শাহ্ মোহাম্মদ রাজুল আলী, শিক্ষক অভিভাবক কমিটির সদস্য হাবিবুর রহমান, ৮নং কনকপুর ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ড সদস্য রাসেল আহমদ, কমিটির মহিলা সদস্যবৃন্দ, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ সহ এলাকার গন্যমান্যরা।