ই-পেপার | শনিবার , ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

নাইক্ষ্যংছড়িতে পানিতে ডুবে নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার

মোঃ জয়নাল আবেদীন টুক্কু, নাইক্ষ্যংছড়ি

নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের তুমব্রু মুক্কুর টিলার পূর্ব পাশে বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত খালে ঢলের পানিতে ডুবে নিখোঁজ ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

 

শনিববার(২৬ আগষ্ট) সকাল ৮টায় নিখোঁজ দেলোয়ার হোসেন (৩৫) এর মৃতদেহ ঐ খালে ভাসতে দেখে স্থানীয়রা। সেখান থেকে স্বজনরা স্থানীয়দের সহায়তায় মৃতদেহটি উদ্ধার করেন। এ সময় ফায়ার সার্ভিসের সদস্যরাও ঘটনাস্থলে পৌঁছেন। উদ্ধারের পর স্থানীয় জনতা,স্বজনরা ও ফায়ার সার্ভিসের লোকজন যৌথভাবে নিহতের লাশটি ঘুমধুম ইউনিয়ন পরিষদে নিয়ে আসেন।

 

সে খান থেকে ঘুমধুম ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আজিজ লাশটি ফায়ার সার্ভিসের তত্ত্বাবধানে পরিবারের কাছে হস্তান্তর করেন।

 

উল্লেখ্য; গত শুক্রবার দুপুরে গরু চড়ায়তে গিয়ে তুমব্রু সীমান্ত খাল পারাপারের সময় পাহাড়ি ঢলের পানির স্রোতে ডুবে নিখোঁজ হয়েছিল দেলোয়ার। খোঁজাখুঁজির ২৪ ঘন্টা পর অবশেষে মৃত অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪