ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

‘সমবায়ের মাধ্যমে ক্ষুদ্র ক্ষুদ্র পুঁজি একত্রিত করে ভাগ্যোন্নয়ন সম্ভব’

নুর মোহাম্মদ, কক্সবাজার :

কক্সবাজারের রামুতে ৫২ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। শনিবার (৪ নভেম্বর) সকালে উপজেলা সমবায় কার্যালয়ের আয়োজনে বাকঁখালি অডিটোরিয়ামে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রামু উপজেলা সমবায় অফিসার আবুল কালাম’র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রামু উপজেলা সহকারী কমিশনার (ভুমি) নিরুপম মজুমদার।

 

ভিত্তিহীন কেন্দ্রীয় সমবায় সমিতির দায়িত্বশীল মাঈনুল হক চৌধুরী পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রামু উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সালাউদ্দিন, রামু উপজেলা যুব উন্নয়ন অফিসার নুরে আলম মজুমদার।বক্তব্য দেন, রামু প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম সেলিম, রামু চৌমুহনী বনিক সমিতির সাধারণ সম্পাদক খোরশেদ আলম, জোয়ারিয়ানালার সোনাইছড়ি রাবারড্যাম ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক রফিকুল আলম।বক্তারা বলেন, সমবায়ের মাধ্যমে ক্ষুদ্র ক্ষুদ্র পুঁজি সংগ্রহ নিয়ে একত্রিত করে যাওয়ার সমিতির সদস্যদের ভাগ্য উন্নয়ন সম্ভব।

 

সিএনএন বাংলা২৪