নিজস্ব প্রতিবেদক :
কক্সবাজারের টেকনাফে বিদেশী মদসহ ইয়াবা নিয়ে একজন মাদককারবারী আটক করেছেন র্যাব-১৫। এ সময় তার ঘরে রক্ষিত ৯শ ৫০পিস ইয়াবাসহ ৩০টি বিদেশী মদের বোতল জব্দ করা হয়। র্যাব-১৫ এর সংবাদ বিজ্ঞপ্তিতে ১৭ (জুলাই) এসব তথ্য জানা গেছে।
র্যাব-১৫, কক্সবাজার এর সিপিসি-১ টেকনাফ ক্যাম্পের আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ সদর ইউনিয়নের ছোট হাবিবপাড়া এলাকায় (১৬ জুলাই) অভিযান পরিচালনা কালে পালানোর সময় মো: আবদুল্লাহ (৫০) নামের একজন আটক করে।
পরে র্যাবের জিজ্ঞাসাবাদে তার বসত ঘরের শয়ন কক্ষ তল্লাশি করে প্লাস্টিকের বস্তায় রক্ষিত ৯শ ৫০ পিস ইয়াবা ও ৩০ পিস বিদেশী কাঁচের মদের বোতল জব্দ করে।
গ্রেফতারকৃত ব্যক্তি টেকনাফ উপজেলার ছোট হাবিবপাড়া এলাকার মৃত আবুল বশরের পুত্র। জিজ্ঞাসাবাদে সে মাদক ব্যবসার সাথে জড়িত বলে স্বীকার করে। তার বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।
নুর মোহাম্মদ, সিএনএন বাংলা২৪: