ই-পেপার | শনিবার , ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

চট্টগ্রাম কোস্টার হেজ ঠিকাদার শ্রমিক ইউনিয়নের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম :

চট্টগ্রাম কোস্টার হেজ ঠিকাদার শ্রমিক ইউনিয়ন রেজি: নং চট্ট-১৪০৫ এর উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ আজ ১৮ সেপ্টেম্বর (সোমবার) সকাল ১১ টায় মহামান্য হাইকোর্ট ডিভিশনের রিট পিটিশন নং ৭৭২৮/২০২২ এর নির্দেশনা প্রতিপালনে বিভাগীয় কমিশনার চট্টগ্রাম এর সিদ্ধান্ত বাস্তবায়ন ও চট্টগ্রাম কোস্টার হেজ ঠিকাদার শ্রমিক ইউনিয়ন রেজি: নং চট্ট-১৪০৫ ও চট্টগ্রাম বন্দর লাইটারেজ ঠিকাদার সমিতি রেজি: নং: চট্ট- ১৪২৭ এর মধ্যে ১৯৯৭ সালের ৮ জানুয়ারি সম্পাদিত চুক্তিটি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 

চট্টগ্রাম কোস্টার হেজ ঠিকাদার শ্রমিক ইউনিয়ন এর অফিস কার্যালয় ৩নং ফকিরহাট মেট্রো প্লাজার সামনে থেকে বিক্ষোভ মিছিল টি শুরু হয়ে বারেক বিল্ডিং এর মোড় হয়ে আগ্রাবাদ বাণিজ্যিক এলাকা প্রদক্ষিণ করে চট্টগ্রাম চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রির সামনে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

 

মিছিলের নেতৃত্ব দিয়ে সমাবেশ শেষে বক্তব্য রাখেন চট্টগ্রাম কোস্টার হেজ ঠিকাদার শ্রমিক ইউনিয়ন রেজি: নং চট্ট-১৪০৫ এর প্রধান সমন্বয়কারী ও উপদেষ্টা, বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক ত্রাণ ও সমাজ কল্যাণ উপকমিটির সদস্য, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাবেক সহ- সভাপতি ও ভারপ্রাপ্ত সভাপতি মো: এরশাদুর রহমান চৌধুরী, চট্টগ্রাম কোস্টার হেজ ঠিকাদার শ্রমিক ইউনিয়ন রেজি: নং: চট্ট-১৪০৫ এর উপদেষ্টা, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক আব্দুল কাদের সুজন, সরোয়ার আলম, জাতীয় শ্রমিক লীগ চট্টগ্রাম মহানগর শাখার নেতা জসিম উদ্দিন, নায়েমুল ইসলাম ফটিক, মোস্তফা কামাল টিপু, চট্টগ্রাম ডক বন্দর অঞ্চল শ্রমিক লীগ নেতা মাইফুল ইসলাম সাগর, চট্টগ্রাম কোস্টার হেজ ঠিকাদার শ্রমিক ইউনিয়ন এর সাবেক সাধারণ সম্পাদক হুমায়ুন কবির সফি, সাবেক কার্যকরী সদস্য রফিকুজ্জামান মানিক, চট্টগ্রাম কোস্টার হেজ ঠিকাদার শ্রমিক ইউনিয়ন এর সভাপতি নুরুজ্জামান জনি এবং সাধারণ সম্পাদক মো: ইদ্রিস কেরানি সহ ইউনিয়নের কার্যকরী কমিটির নেতৃবৃন্দ।

 

বক্তারা বলেন মহামান্য হাইকোর্ট ডিভিশনের রিট সিটিশন নং ৭৭২৮/২০২২ এর নির্দেশনা প্রতিপালনে বিভাগীয় কমিশনার চট্টগ্রাম বিগত ৩১/০৫/২৩ ইং তারিখের সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত দিয়েছেন কর্ণফুলী নদীর বহিঃনোঙ্গর ও আউটারে লাইটার জাহাজের হেজের মধ্যে পণ্য খালাসের কাজটা চট্টগ্রাম কোস্টার হেজ ঠিকাদার শ্রমিক ইউনিয়ন রেজি: নং চট্ট-১৪০৫ এর নিবন্ধিত শ্রমিক ছাড়া অন্য কেউ করতে পারবে না এবং বিভাগীয় কমিশনার চট্টগ্রাম এর সভাপতিত্বে গত ১০/০৮/২০২৩ ইং তারিখে অনুষ্ঠিত সভায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত অনুমোদন দেন।

এখনো পর্যন্ত চট্টগ্রাম বন্দর লাইটারেজ ঠিকাদার সমিতি রেজি: নং চট্ট-১৪২৭ এর সভাপতি ও সাধারণ সম্পাদক বিভাগীয় কমিশনারের সিদ্ধান্ত বাস্তবায়ন করেননি। মহামান্য আদালত কর্তৃক বহালকৃত চট্টগ্রাম কোস্টার হেজ ঠিকাদার শ্রমিক ইউনিয়ন রেজি: নং চট্ট-১৪০৫ ও চট্টগ্রাম বন্দর লাইটারেজ ঠিকাদার সমিতি রেজি: নং: চট- ১৪২৭ এর মধ্যে ১৯৯৭ সালের ৮ জানুয়ারি সম্পাদিত চুক্তিটি অদ্যাবধি বাস্তবায়ন না করে চট্টগ্রাম বন্দর লাইটারেজ ঠিকাদার সমিতি রেজি: নং চট্ট- ১৪২৭ বছরের পর বছর আদালত অবমাননা করে যাচ্ছেন।

 

আগামী ২০ সেপ্টেম্বর (বুধবার) চট্টগ্রাম কোস্টার হেজ ঠিকাদার শ্রমিক ইউনিয়ন এর শ্রমিকদের কর্মস্থল বহিঃনোঙ্গর ও আউটার হতে অবৈধ শ্রমিকদের বিতাড়িত করে কাজ দখল করবে এবং ১৯৯৭ সালের ৮ জানুয়ারি সম্পাদিত চুক্তিটি বাস্তবায়নে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছে।

 

এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম কোস্টার হেজ ঠিকাদার শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং চট্ট-১৪০৫ এর কার্যকরী সভাপতি এম. এ কালাম, জ্যৌষ্ঠ সহ-সভাপতি মো: কাজী নজরুল ইসলাম, সহ-সভাপতি সাইদুল হক মেম্বার, যুগ্ম সাধারণ সম্পাদক মো: বাকের, সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন, দপ্তর সম্পাদক সুধীর চন্দ্র দাস, কোষাধ্যক্ষ আবুল কাসেম, যোগাযোগ সম্পাদক অহিদুল আনোয়ার আরমান, ক্রীড়া সম্পাদক মো: হানিফ, সমাজ কল্যাণ সম্পাদক মো: আবুল হাসান, সহ-কোষাধ্যক্ষ রাশেদুল করিম চৌধুরী, সহ-সম্পাদক আনোয়ার হোসেন, প্রচার সম্পাদক মো: কালাম, কার্যকরী সদস্য সিরাজুল ইসলাম, মো: জামাল, নূর উদ্দিন, আব্দুল কাদের, মো: রুবেল, মহিম উদ্দিন, কামরুল ইসলাম রাজু, বখতিয়ার উদ্দিন, মো: জহির উদ্দিন, ফখরুল ইসলাম বাহাদুর, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগ নেতা নুরুল আবছার চৌধুরীসহ প্রমুখ নেতৃবৃন্দ।
আগামীকাল ১৯ সেপ্টেম্বর (মঙ্গলবার) সকাল ১১ টায় শ্রম দপ্তর ঘেরাও করা হবে।

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪

এই বিভাগের সর্বাধিক পঠিত রিপোর্ট