ই-পেপার | বৃহস্পতিবার , ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

দীঘিনালায় জাতীয় সমবায় দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

শাহাদাৎ হোসেন (সোহাগ) খাগড়াছড়ি, দীঘিনালা

 

“সমবায় গড়েছি দেশ, স্মার্ট হবে বাংলাদেশ’এ প্রতিপাদ্যে উপজেলা প্রশাসন ও সমবায়ের যৌথ আয়োজনে দিবসটি পালন উপলক্ষে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও সফল সমবায় সমিতির সম্মানিত সদস্যদের সম্মাননা, এবং সফলতার ব্যাক্তিরা বক্তব্য দিলেন আলোচনা সভায়। ৫২তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয় দীঘিনালা উপজেলা পরিষদের সামনে এই বর্ণাঢ্য র‍্যালি করা হয়।র‍্যালি শুরু হয় উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদ দীঘিনালা সরকারি ভাস ভবন থেকে এবং শেষ হয় প্রধান সড়ক দিয়ে দীঘিনালা শহর পর্যন্ত।

 

সমবায় দিবস বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান ও দীঘিনালা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ কাশেম। আরো উপস্থিত ছিলেন বিশেষ অতিথি উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সীমা দেওয়ান। আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখলেন সমবায় সমিতির কর্মকর্তা ত্রিরতন চাকমা তিনি বললেন, সমবায় পড়ছি দেশ, স্মার্ট হবে বাংলাদেশ সভাপতিত্ব করলেন দীঘিনালা মহিলা সমবায় সমিতির রনিকা দেওয়ান, ভৈরবা থেকে পূর্ণমনি চাকমা, এবং অটো টেম্পু মালিক সমিতির সভাপতি রফিকুল ইসলাম মানিক।

 

সিএনএন বাংলা২৪