ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

অবস্থান সৌদি আরবে,নাশকতার মামলার আসামি হলেন উখিয়ায়

আব্দুল লতিফ বাচ্চু, উখিয়া :

কক্সবাজারের উখিয়া উপজেলার রত্নাপালং ইউনিয়নের ২ নং ওয়ার্ডের ভালুকিয়া এলাকার আবদুস সালাম (৪২)। প্রায় ৯ মাস আগে থেকে সৌদিআরবে কর্মরত থেকে প্রবাস জীবনে রয়েছেন। তিনি প্রবাসে থেকেও বিএনপির নেতাকর্মীদের সঙ্গে হরতালে নাশকতা মামলার আসামি হয়েছেন। মঙ্গলবার (৩১ অক্টোবর) উখিয়া থানায় দায়েরকৃত এজাহারে আবদুস সালাম ৩৩ নং আসামি। তিনি ভালুকিয়া এলাকার আবছার বাপের পাড়ার হাজী দিল আহমদের পুত্র। প্রবাসে পাড়ি জমানোর পূর্বে আবদুস সালাম রত্নাপালং ইউনিয়ন বিএনপির ২ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বরত ছিলেন।

 

ওই মামলায় ১৭ ও ২০ নম্বর আসামি করা হয়েছে জামাল উদ্দিন মাহমুদ নামের একজনকে। তিনি হলদিয়া পালং ইউনিয়নের ক্লাসপাড়ার ঠান্ডা মিয়ার পুত্র। জানা যায়, ২৯ অক্টোবর বিএনপির ডাকা সকাল-সন্ধ্যা হরতাল চলাকালে নাশকতার অভিযোগে মামলাটি রুজু করেন উখিয়া পুলিশ উপপরিদর্শক (এসআই) মোঃ আব্দুল ওয়াহেদ।

 

উখিয়া উপজেলা বিএনপি’র সভাপতি সরওয়ার জাহান চৌধুরী ও সাধারণ সম্পাদক সোলতান মাহমুদ চৌধুরীসহ মোট ৩৫ জনকে আসামি করা হয়েছে ওই মামলায়। মামলার বাদি এসআই মোঃ আব্দুল ওয়াহেদ বলেন, ‘হতাশ হওয়ার কিছুই নাই। অসুবিধা হবে না। তদন্ত কর্মকর্তা দেখেশুনে প্রতিবেদন দিবেন।’ এ প্রসঙ্গে উখিয়া উপজেলা বিএনপির সভাপতি সরওয়ার জাহান চৌধুরী বলেন, ‘হরতাল চলাকালে উখিয়ার কোথাও কোন ধরণের অঘটন কিংবা অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তারপরও বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা, গায়েবি মামলা দায়ের খুবই দুঃখজনক।’

সিএনএন বাংলা২৪