ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

পটিয়া খলিলুর রহমান উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ

স্টাফ রিপোর্টার :

পটিয়া পৌরসভার খলিলুর রহমান বালিকা উচ্চ বিদ্যালয়ের ২০২৪ সালের এসএসসি বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের অভিভাবক সমাবেশ বিদ্যালয়ের হলরুমে মঙ্গলবার (৩১ অক্টোবর) অনুষ্ঠিত হয়েছে।

 

বিদ্যালয়ের প্রধান শিক্ষক সামসুল ইসলাম ছিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই অভিভাবক সমাবেশে শিক্ষার্থীদের পড়ালেখার মানোন্নয়নে অভিভাবকদের ভূমিকা ও ছাত্রীদের বিভিন্ন দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন বিদ্যালয়ের ইংরেজী বিভাগ ও বিজ্ঞান বিভাগের শিক্ষকেরা।সভায় অভিভাবকদের পক্ষ থেকেও পরামর্শ এবং দিকনির্দেশনামূলক আলোচনা করা হয়।