ই-পেপার | বৃহস্পতিবার , ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

‘গাউসিয়া কমিটি মানবিক সংগঠনের অনন্য মডেল’

আবদুল হাকিম রানা, পটিয়া :

পটিয়ার হাইদগাঁও ইউনিয়ন গাউসিয়া কমিটির দ্বিবার্ষিক কাউন্সিল নব নির্মিত খানেকাহ শরীফে অনুষ্ঠিত হয়। এতে উদ্বোধক ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের এডভোকেট মোহাম্মদ মোজাম্মেল হক ফারুকী। প্রধান মেহমান ছিলেন চট্রগ্রাম সড়ক ও জনপদ বিভাগের সহকারী প্রকৌশলী আলহাজ্ব মুহাম্মদ
শহীদুল আলম টিপু। প্রধান পর্যবেক্ষক ছিলেন দক্ষিণ জেলা গাউসিয়া কমিটির সভাপতি মোহাম্মদ কমর উদ্দিন সবুর। সহ প্রধান পর্যবেক্ষক জেলা সাধারণ সম্পাদক হাবিব উল্লাহ মাষ্টার। প্রধান নির্বাচন কমিশনার ছিলেন উপজেলা সভাপতি এম শহীদুল ইসলাম চৌধুরী। সহনির্বাচন কমিশনার
ছিলেন উপজেলা সাধারণ সম্পাদক হাজী শফিকুল ইসলাম। এছাড়া নির্বাচন কমিশনার ছিলেন উপজেলা সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জাকির হোসেন মেম্বার।

ইউনিয়ন গাউসিয়া কমিটির সভাপতি মো: আবু ইউসুফের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের উপ পরিচালক সাইফ উদ্দিন, পটিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবদুল হাকিম রানা, হাইদগাঁওর ইউপি চেয়ারম্যান বিএম জসিম উদ্দিন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবদুর রাজ্জাক, আমিনুল ইসলাম চৌধুরী, হাজী আবুল হোসাইন, জি এম খোরশেদ চৌধুরী, আবু বকর, আবু তৈয়ব আবু, মো: শরীফ, ইউনুচ মিয়া , জালাল উদ্দীন, আলী আকবর, সালাহ উদ্দিন আজাদী, আমিনুর রহমান, মো: ইদ্রিস, দিদারুল আলম, রফিক আহমদ, মো: ইউনুচ, মোঃ হোসেন সানু, মো: আবু জাফর, রফিক আহমদ, জহির আহমেদ কন্ট্রাক্টর, শহীদুল ইসলাম জুলু, এস এম গফুর ও আহমদ নুর।
সঞ্চালনায় ছিলেন মোঃ নুরুল আজিজ।

এতে বক্তারা বলেন, গাউসিয়া কমিটি বাংলাদেশ তরিকতের পাশাপাশি মানবিক সংগঠনের এক উজ্জ্বল দৃষ্টান্ত। এ সংগঠন
একটি অরাজনৈতিক সংগঠন হিসেবে বিগত করোনায় সাধারণ মানুষ বিশেষ করে মৃত মানুষের দাফন কাফনসহ সবক্ষেত্রে জীবনের ঝুকি নিয়ে এগিয়ে এসে মানবতাকে আরো এক ধাপ এগিয়ে দিয়েছে। তাই বিপন্ন মানবতায় এ সংগঠন আশার আলো।