ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

চট্টগ্রাম দাবা খেলোয়াড় সমিতির দায়িত্ব হস্তান্তর

চট্টগ্রাম ব্যুরো :

চট্টগ্রাম জেলা দাবা খেলোয়াড় সমিতির (সিসিপিএ) নবনির্বাচিত কমিটির দায়িত্ব হস্তান্তর ও গ্রহন অনুষ্ঠান শুক্রবার সন্ধ্যা ৬টায় সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি রাকিব-উল-ইসলাম সাচ্চুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার এস এম তারেকের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ দাবা ফেডারেশন সাধারণ সম্পাদক ও সিজেকেএস এর অতিরিক্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব সৈয়দ শাহাবুদ্দিন শামীম।

 

বক্তব্য রাখেন, নবনির্বাচিত সভাপতি শহীদুর রহমান, সাধারণ সম্পাদক ফিদে মাস্টার আব্দুল মালেক।

 

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- মহসিন জামাল পাপ্পু, নাসির হাসান, মোঃ নুরুল আমিন, আসিফ মাহমুদ, কামরুল ইসলাম, মুজিবুর রহমান, রফিকুল হাসান, এ্যাড. তাপসী তুহুরা, রাব্বি সেলিম, আহমদ হোসেন মজুমদার, আবু মহসিন, মোঃ হাসান, সাজিদ বীন জাহিদ।

অনুষ্ঠান শেষে নবনির্বাচিত কমিটি দায়িত্ব গ্রহন করে এবং নতুন কার্যকরি কমিটিকে ফুল দিয়ে বরণ করা হয়।