ই-পেপার | শনিবার , ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

কক্সবাজারের খুরুশকুলে হামুনে ক্ষতিগ্রস্থদের আর্থিক সহায়তা

নুর মোহাম্মদ, কক্সবাজার :

কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল ইউনিয়নে ঘূর্ণিঝড় হামুনে ক্ষতিগ্রস্থ ৩৩০ পরিবারের মাঝে আর্থিক সহায়তা বিতরণ করা হয়েছে। বুধবার (১ নভেম্বর) সকালে ইউনিয়ন পরিষদের মাঠে এসব আর্থিক সহায়তা বিতরণ করেন কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাকারিয়া। একটি বেসরকারী সংস্থার সহযোগিতায় প্রতি পরিবারের মাঝে নগদ চার হাজার পাঁচশত টাকা করে এ সহায়তা বিতরণ করা হয়।

খুরুশকুলে ইউনিয়ন পরিষদ’র চেয়ারম্যান শাহজাহান সিদ্দিকী জানান, ঘুর্ণিঝড় হামুনে এ ইউনিয়নের ক্ষতিগ্রস্ত ১ হাজার ৩০ পরিবারকে “এ” ক্যাটাগরির তালিকাভুক্ত করা হয়েছে। তাদের মধ্যে ১ম ধাপে এ সহায়তা বিতরণ করা হয়। পর্যায়ক্রমে ক্ষতিগ্রস্ত সকলকে এ সহায়তা প্রদান করা হবে। এ সময় খুরুশকুলে ইউনিয়ন পরিষদ’র ইউপি সদস্যসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

সিএনএন বাংলা২৪