ই-পেপার | শনিবার , ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

চট্টগ্রামে বিএনপির ১৪ নেতাকর্মী আটক

চট্টগ্রাম ব্যুরো :

চট্টগ্রাম নগরে অবরোধের সমর্থনে বের করা মিছিল থেকে বিএনপির ১৪ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। পরে তাদের দেওয়া তথ্যমতে ৭টি ককটেল উদ্ধার করা হয়।মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল ৯টার দিকে আকবরশাহ থানাধীন সিটি গেট এলাকার পাকা রাস্তা থেকে তাদের আটক করা হয়। তবে আটক নেতাকর্মীদের নাম-পরিচয় জানা যায়নি।

 

আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়ালি উদ্দিন আকবর জানান, অবরোধের সমর্থনে সকালে কয়েকজন মিলে একটি মিছিল বের করে। সেখান থেকে সন্দেহভাজন মনে হওয়ায় ১৪ জন আটক করা হয়েছে। পরে তাদের দেওয়া তথ্যমতে ৭টি ককটেল উদ্ধার করা হয়। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

 

সিএনএনবাংলা২৪