ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

কর্ণফুলী নদীতে এক মরদেহ উদ্ধার

চট্টগ্রাম ব্যুরো:

চট্টগ্রাম নগরের কালুরঘাট এলাকার কর্ণফুলী নদীর তীরে পড়ে থাকা অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৩ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে মরদেহটি উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

কালুরঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ হৃদয় মাহমুদ লিটন জানান, খবর পাওয়ার পর মরদেহ উদ্ধারে ঘটনাস্থলে যাই। যেহেতু মরদেহটি সেতুর পশ্চিম পাড়ে নদীর তীরে আটকে ছিল, তাই নৌ-পুলিশের সহায়তায় উদ্ধার করা হয়। এখনও পরিচয় পাওয়া যায়নি। পরনে ছিল কালো লম্বা প্যান্ট ও হলুদ রঙের শার্ট। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

সিএনএনবাংলা২৪