ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

মহেশখালীতে অস্ত্রসহ ৩ ব্যবসায়ী আটক

কক্সবাজার অফিস :

কক্সবাজারের মহেশখালীতে অস্ত্র ব্যবসায়ীদের আস্তানায় অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র-কার্তুজসহ তিনজনকে আটক করেছে র‌্যাব-৭।

 

মঙ্গলবার (১৬ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মোহাম্মদ নূরুল আবছার।

 

আটকরা হলেন- মহেশখালীর হোয়ানক ইউনিয়নের মুহুরাকাটার দেরায়েত উল্লাহ বাদশার ছেলে ইমতিয়াজ ওয়াসিম ফিরোজ (২৪), বড় মহেশখালী ফকিরাকাটার নুরু হোসাইনের ছেলে মো. আবু বক্কর সিদ্দিক (২৪) ও বড় ডেইল এলাকার করম বকসুর ছেলে মো. সুমন (২৩)।

 

র‌্যাব জানায়, সোমবার (১৫ এপ্রিল) গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের ফকিরাকাটা ও বড় ডেইল এলাকায় এই অভিযান পরিচালনা করে অস্ত্র ব্যবসায়ীদের আটক করা হয়। অভিযানে তাদের কাছ থেকে ছয়টি দেশীয় আগ্নেয়াস্ত্র এবং আট রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।