ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

হাতিয়ায় সুবিধাভোগীদের নিয়ে মতবিনিময় ও আলোচনা সভা

হানিফ সাকিব, হাতিয়া :

 

সংসদ নির্বাচনকে সামনে রেখে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় আওয়ামীলীগ সরকারের গৃহীত সুরক্ষা প্রকল্পের আওতায় সুবিধাভোগীদের নিয়ে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার (২১ অক্টোবর) সকালে উপজেলার জাহাজমারা উচ্চ বিদ্যালয় মাঠে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সরকারে প্রতি আনুষ্ঠানিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বিভিন্ন প্রকল্পভুক্ত সুবিধাভোগীরা। গেস্ট অব অনার স্থানীয় সংসদ সদস্য আয়েশা ফেরদাউস এমপি’র উপস্থিতিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন সংসদ সদস্য ও হাতিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ আলী। অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহবুব মুর্শেদ লিটন, হাতিয়া পৌরসভার মেয়র কে এম ওবায়েদ উল্লাহ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাজী ইমরান হোসেন, জাহাজমারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট মাছুম বিল্লা, উপজেলা আওয়ামীলীগের সদস্য আশীক আলি অমি, উপজেলা যুবলীগের আহবায়ক শাহ আজিজুর রহমান মিরাজ, জেলা পরিষদের সদস্য মহিউদ্দিন মহিন প্রমুখ।

 

এসময় উপস্থিত ছিলেন হাতিয়া সার্কেলের সহকারি পুলিশ সুপার আমান উল্যা, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) জিসান উদ্দিনসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও সরকারি কর্মকর্তারা। এতে সভাপতিত্ব করেন জাহাজমারা ইউনিয়ন আ’লীগ সভাপতি মহিউদ্দিন আহমদ।

আলোচনা সভায় বক্তারা আওয়ামীলীগ সরকারের উন্নয়নের সফলতা, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, মুজিব শতবর্ষ উপলক্ষে হাজার হাজার ভূমিহীনদের মাঝে গৃহ প্রদান, মসজিদ-মাদ্রাসা, মন্দির ও সার্বিক উন্নয়নের দিক তুলে ধরে আওয়ামীলীগ’কে নৌকা মার্কায় ভোট দিয়ে পুনরায় ক্ষমতায় আনার আহবান জানান। সরকারে প্রতি আনুষ্ঠানিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বিভিন্ন প্রকল্পের মাধ্যমে ভাতা পাওয়া সুবিধাভোগীরা। এসব সুবিধা ভোগীদের মধ্যে বক্তব্য রাখেন জাহাজমারা ৫নং ওয়ার্ডের বাসিন্ধা প্রবীণ জয়নাল আবেদিন। উপবৃত্তি পাওয়া জাহাজমারা উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী মাহজাবীন সেতু ও ন্যায্য মূল্যে পন্য ক্রয় করার সূযোগ পাওয়া এক নং ওয়ার্ডের বাসিন্দা বৃদ্ধ নুরুল ইসলাম সহ অনেকে। সুবিধাভোগীরা তাদের বক্তব্যে বর্তমান সরকারের এধরনের উদ্যোগের জন্য ধন্যবাদ জানান।প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ আলী স্থানীয় উন্নয়ন ও শান্তি-শৃঙ্খলা বলবৎ থাকা এবং সরকারের বিভিন্ন উন্নয়নের দিক তুলে ধরে আগামী সংসদ নির্বাচনে সকলের দোয়া প্রত্যাশা করেন। জাহাজমারা ইউনিয়ন আওয়ামীলীগ ও ইউনিয়ন পরিষদ কর্তৃক আয়োজিত এ সভায় কয়েক হাজার নারী-পুরুষ অংশ নেন। সভা শেষে তাদের জন্য মধ্যাহ্ন ভোজের ব্যবস্থা করা হয়।উল্লেখ্য,হাতিয়ার ১১টি ইউনিয়নের মধ্যে জাহাজমারা সবচেয়ে বড় ও অধিক জনবসতি পূর্ণ ইউনিয়ন।

 

এখানে সরকারের সুরক্ষা প্রকল্পের আওতায় বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী, শিক্ষা উপবৃত্তি সহ বিভিন্ন ভাবে ৪ হাজার ৫শত ৪৭জন মাসিক ভাতা পেয়ে থাকেন। এত সরকারে প্রতিবছর এই ইউনিয়নে ব্যয় হয় ৪কোটি ৮৯ লাখ ৭২ হাজার ৬শত টাকা।

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪

এই বিভাগের সর্বাধিক পঠিত রিপোর্ট