ই-পেপার | শনিবার , ১৫ই জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

উখিয়ায় ইয়াবাসহ রোহিঙ্গা মাদক কারবারি গ্রেপ্তার

নুর মোহাম্মদ, কক্সবাজার :

 

কক্সবাজার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান চালিয়ে আব্দুছ সাত্তার নামের একজন রোহিঙ্গা মাদক কারবারি গ্রেফতার করেছে। গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি চৌকস দল রোববার উখিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে আব্দুছ সাত্তারকে গ্রেফতার করে।

 

এসময় তার দেহ তল্লাশি করে ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটক আবদুছ সাত্তার উখিয়া উপজেলার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প নং-৩ /এফ-৬ এর নুর জাহান ও হাসু মিয়ার পুত্র।

 

কক্সবাজার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক মোঃ তায়রীফুল ইসলাম অভিযানের সত্যতা নিশ্চিত করেন। এ ঘটনায় উখিয়া থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪