ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

মৌলভীবাজারে ১৪ ব্যক্তি ও একটি সংগঠনকে গুণীজন সম্মাননা প্রদান

সালেহ আহমদ স’লিপক, সিলেট :

মৌলভীবাজারে জেলা শিল্পকলা একাডেমির গুণীজন সম্মাননা ১৪ জন ব্যক্তি ও একটি সংগঠনকে দেয়া হয়েছে। বৃহস্পতিবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমি ভবনে জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি নেছার আহমদ।

 

বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ-মৌলভীবাজার সংরক্ষিত আসনের সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন, জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ মিছবাহুর রহমান, পৌর মেয়র আলহাজ্ব মোঃ ফজলুর রহমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ কামাল হোসেন, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক এমদাদুল হক মিন্টু।মৌলভীবাজার জেলা শিল্পকলা একাডেমি গুণীজন সম্মাননা প্রাপ্তরা হলেন, ২০১৯এ সৃজনশীল সংস্কৃতি গবেষক সৈয়দ মোহিবুল আমীন, নাট্যকলায় আব্দুল মতিন, কণ্ঠসংগীতে তৃপ্তা চক্রবর্তী, লোকসংস্কৃতিতে রামকৃষ্ণ সরকার ও আঞ্চলিক সৃজনশীল সংগঠক হিসেবে কমলকলি চৌধুরী রকেট।

 

২০২০এ লোকসংস্কৃতিতে গীতশ্রী চন্দ্রমোহন সিংহ, নাট্যকলায় মীর লিয়াকত আলী, কণ্ঠসংগীতে গৌরহরি চ্যাটার্জি, চলচ্চিত্রে গোলাম কবির ও সৃজনশীল আঞ্চলিক সংগঠন হিসেবে ঐক্যতান শিল্পী গোষ্ঠী (সংগঠন)। ২০২১এ লোকসংস্কৃতিতে মো. সিরাজ উদ্দিন, নাট্যকলায় তপন চৌধুরী, নৃত্যকলায় প্রদীপ চন্দ্র নাহা, কণ্ঠসংগীতে আয়াজ বাঙ্গালী ও স্থিরচিত্র শিল্পী হিসেবে (ফটোগ্রাফি) রণজিৎ দত্ত জনি।এ সময় গুণীজনদেরকে উত্তরীয় পরিয়ে সম্মাননার ক্রেস্ট তুলেদেন অতিথিরা ।অনুষ্ঠানে সম্মাননা ও অনুভূতিব্যক্ত, আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।

 

 

 

আমির , সিএনএনবাংলা২৪