ইয়াছমিন মুন্নী, কক্সবাজার
কক্সবাজারের টেকনাফের নাফ নদীতে অভিযান চালিয়ে ৫ কেজি ২৬৮ গ্রাম ক্রিস্টাল মেথ ও ৫ লাখ ইয়াবা জব্দ করেছে বিজিবি। এসময় চোরাকারবারিদের কাউকে আটক করা যায়নি।
বুধবার (১৬ আগস্ট) দুপুরে টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন (ভারপ্রাপ্ত) রিজিয়ন কমান্ডার, রিজিয়ন সদর দপ্তর কক্সবাজারের কর্নেল মো. বিল্লাল হোসেন।
তিনি জানান, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে মিয়ানমার থেকে মাদক আসার খবর পেয়ে বিজিবি সদস্যরা কয়েকটি উপদলে নাফনদীতে কৌশলগত অবস্থান নেয়। এক পর্যায়ে একটি নৌকাকে চ্যালেঞ্জ করলে নৌকায় অবস্থানরত চোরাকারবারিরা বিজিবি’র টহলদলের উপস্থিতি টের পেয়ে নাফনদীতে লাফিয়ে শূন্য লাইন অতিক্রম করে মিয়ানমারের অভ্যন্তরে পালিয়ে যায়। এসময় চোরাকারবারিদের ফেলে যাওয়া নৌকাটি তল্লাশি করে ৬টি প্লাস্টিকের ব্যাগে মোড়ানো প্যাকেট উদ্ধার করে টহল দল। পরে প্যাকেটের ভেতর থেকে ৫ কেজি ২৬৮ গ্রাম ক্রিস্টাল মেথ এবং ৫ লাখ পিস ইয়াবা জব্দ করা হয়। চোরাকারবারিদের আটকে অভিযান অব্যাহত রয়েছে।