ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

বেইলি সেতু ভেঙে ট্রাক খালে

নিজস্ব প্রতিবেদক:

চট্টগ্রাম: চন্দনাইশের চাঁনখালী খালের ওপর নির্মিত পুরনো বরকল সেতু ভেঙে ট্রাক খালে পড়ে গেছে। এ ঘটনায় চালক আহত হয়েছে।

 

জানা গেছে, বালুবোঝাই মিনি ট্রাক শনিবার (২৩ মার্চ) সকালে সেতু পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। আহত চালকের নাম জানা যায়নি।

 

জানা যায়, ১৯৯৩-৯৪ অর্থবছরে প্রায় এক কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছিল আনোয়ারা উপজেলা ও চন্দনাইশ উপজেলা সংযোগ সেতু নামে পরিচিত বরকল সেতু। ৩৬৫ ফুট দৈর্ঘ্যের ও ১২ ফুট চওড়া এ সেতুর নির্মাণকাজ শেষ হয় ১৯৯৪ সালে।

 

সেতুটিতে তিনটি স্প্যান স্থাপন করা হয়েছিলো। ২০২২ সালে নতুন বরকল সেতু নির্মাণ করে জনগণের চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। কিন্তু অস্থায়ী বেইলি সেতুটি পরিত্যক্ত অবস্থায় পড়েছিল।

 

সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তারা জানান, পরিত্যক্ত বেইলি সেতুটি অন্যত্র প্রতিস্থাপনের সিদ্ধান্ত না হওয়ায় সরানো হয়নি। খালে ভেঙে পড়ায় সরঞ্জামগুলো সরিয়ে নেওয়া হবে।