ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

আটশত ইয়াবা ট্যাবলেটসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ

মাহমুদুল্লাহ রিয়াদ,ময়মনসিংহঃ

জানা গেছে- জেলা পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা ও অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল শাহিনুল ইসলাম ফকির এর সার্বিক দিক-নির্দেশনায় মাদক ও অপরাধ নির্মূলে প্রতিদিন নিয়মিত অভিযান চালিয়ে আসছে কোতোয়ালী মডেল থানা পুলিশ।

ময়মনসিংহ নগরীকে মাদকমুক্ত করতে জিরো টলারেন্স ঘোষণা করেছেন কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহ্ কামাল আকন্দ (পিপিএম-বার)। এরই অংশ হিসেবে গতকাল সোমবার (০৩ জুলাই ২০২৩) তারিখ রাত ২৩.৩০ ঘটিকার সময় ময়মনসিংহ জেলার কোতোয়ালী মডেল থানাধীন কেওয়াটখালী ওয়াবদার মোড় সাকিনস্থ ঈদগাহ মাঠ এর সামনে সরকারী পাকা রাস্তার উপর হতে ৮০০ (আটশত) পিস ইয়াবা ট্যাবলেটসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে কোতোয়ালী মডেল থানা পুলিশ।

তারা হলোঃ ১। মোঃ মাহবুবুর রহমান (৩৪), পিতা-মোঃ ফিরোজ মিয়া, সাং-গোয়াল গাংগাইল, থানা-আখাউড়া, ২। মোঃ জহিরুল ইসলাম (৪৫), পিতামৃতঃ খোরশেদ আলম, সাং-উজানীসার, থানা-সদর, উভয় জেলা ব্রাহ্মনবাড়ীয়া।

কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, বিশেষ অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য সহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয় কোতোয়ালী মডেল থানা পুলিশ। তারা দীর্ঘ দিন ধরে মাদক ব্যবসায় জড়িত। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের আজ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪: