ই-পেপার | শনিবার , ১৫ই জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

বগুড়ায় জাতীয় ভোটার দিবস পালিত

রিপোর্ট: এস.এম.জয়,বগুড়া :

“সঠিক তথ্যে ভোটার হবো, স্মাট বাংলাদেশ গড়ে তুলবো” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ায় ৬ষ্ঠ জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে।

জাতীয় ভোটার দিবসটি উপলক্ষে, শনিবার সকাল সাড়ে ৯ টায় বগুড়া জেলা প্রশাসকের চত্ত্বর থেকে এক র‌্যালী শহর প্রদক্ষিন করে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়।

পরে এক আলোচনা সভা জেলা প্রশাসকের কার্যালয়ে সভা কক্ষে অনুষ্ঠিত হয়।এতে সভাপতিত্ব করেন জেলার সিনিয়র নির্বাচন অফিসার মো: মাহমুদ হাসান। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) স্নিগ্ধ আখতার।

সভায় জেলা সিনিয়র নির্বাচন অফিসার অবগত করে যে, ২ই মার্চ নতুন ভোটারদের চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়ে থাকে। ২ই মার্চ সারা দিনব্যাপী নির্বাচন অফিসে ভোটার কার্যক্রম চলবে। এবার বগুড়া নতুন চুড়ান্ত ভোটার তালিকায় সংযুক্ত হয়েছেন ৪৪ হাজার ৬৩৯ জন। জেলায় আগের ভোটার ছিল ২৮ লাখ ৩০হাজার ৬০৪ জন ভোটার। জেলায় এখন মোট ভোটার সংখ্যা ২৮ লাখ ৭৫ হাজার ২৪৩ জন।

আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, সদর উপজেলা নির্বাচন অফিসার আছিয়া খাতুন, অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার সৈয়দ আবু সাঈদ প্রমুখ।