ই-পেপার | রবিবার , ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

মৌলভীবাজারে সড়ক দুর্ঘটনায় দুই বরযাত্রী নিহত

সালেহ আহমদ স’লিপক, সিলেট :

 

মৌলভীবাজার-শ্রীমঙ্গল মহাসড়কের আকবরপুর এলাকায় কৃষি গবেষণা কেন্দ্রের সামনে দি নিউ লাইফ অ্যাম্বুলেন্স ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন।

 

শুক্রবার (১৩ অক্টোবর) দুপুরে বরযাত্রীর সাথে আসা মোটরসাইকেলের দুই আরোহীর একজন ঘটনাস্থলেই মারা যান। অপরজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে তারও মৃত্যু ঘটে।

 

নিহত মোটরসাইকেল আরোহীরা হলেন- কমলগঞ্জ উপজেলার ইসলামপুরের সুরুজ মিয়ার ছেলে তাজ উদ্দিন (৪৫) ও শ্রীনাথপুর গ্রামের মৃত জমশেদ মিয়ার ছেলে শাহিন মিয়া (৩৫)।

 

জানা যায়, মোটরসাইকেল আরোহীরা কমলগঞ্জ উপজেলার শ্রীনাথপুর থেকে বরের গাড়ির সাথে মৌলভীবাজার সদর উপজেলার গিয়াসনগর ইউনিয়নের নিতেশ্বর (মোকামবাজার) কনের বাড়িতে যাওয়ার পথে এ সড়ক দুর্ঘটানার সম্মুখীন হন।

 

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪