ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ক্যান্সার আক্রান্ত মেয়েকে বাঁচাতে অসহায় পিতার আর্তনাদ

আমিনুল হক, মহেশখালী

কক্সবাজার জেলার মহেশখালী পৌরসভার আদালত এলাকার সম্ভ্রান্ত পরিবারের সন্তান মঈনউদ্দিন ময়নার মেয়ে, চকরিয়ার খুটাখালী কিশলয় স্কুলের মেধাবী ছাত্রী দীর্ঘদিন যাবত ব্লাড ক্যান্সার আক্রান্ত।

 

ঢাকাতে দীর্ঘদিন যাবত মেয়ের চিকিৎসা করাতে গিয়ে যা সহায় সম্বল ছিল তা বিক্রি করে বর্তমানে নিঃস্ব হয়ে গেছেন মঈনউদ্দিন ময়না। তারপরও মেয়েকে বাঁচাতে হাল ছেড়ে দেননি। মেয়েটি বাঁচতে চায়। সে এখনও হাসপাতালের বেডে চিকিৎসাধীন।

 

দেশবিদেশের ধণাঢ্য ব্যক্তিদের কাছে মেয়েটির কান্নাজড়িত আবেদন, ‘প্লিজ আমাকে বাঁচান। আমি বাঁচতে চাই। আপনার মেয়ে বা বোন যদি এইরকম অসুস্থ হতো তাহলে কি চুপ করে থাকতে পারতেন? মনে করেন, আমি আপনাদের মেয়ে। আপনাদের বোন। প্লিজ, আমাকে বাঁচান।’

 

এদিকে মেয়ের বাবা মঈনউদ্দিন ময়না বলেন, ‘আমার মেয়েকে বাঁচাতে যা সহায় সম্বল ছিল তা সব বিক্রি করে দিয়েছি। আমার আর কিছু নেই। আমি নিঃস্ব। আমি রাস্তায় ভিক্ষা করবো। তারপরও আমার মেয়েকে বাঁচাতে চাই। প্লিজ আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ করছি, আমার মেয়েকে বাঁচাতে, তার চিকিৎসার ব্যয়ভার নির্বাহ করতে সহায়তা করুন।’

মেয়েটির চিকিৎসায় সাহায্যের জন্য যোগাযোগ: মঈনউদ্দিন ময়না, ০১৩১২-৫৮৮২৬৫, ০১৭৭৯-০৫৫২০২ (বিকাশ, নগদ, রকেট)।

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪