ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ঈদগাঁওতে সিএনজি অটোরিকশা চোরচক্রের মূলহোতাসহ আটক ২

সেলিম উদ্দীন, ঈদগাঁও :

 

কক্সবাজারের ঈদগাঁওতে অভিযান চালিয়ে আন্তঃজেলা সিএনজি অটোরিকশা চোরচক্রের মূলহোতাসহ ২জনকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫।

এসময় চোরাইকৃত সিএনজি উদ্ধার ও জব্দ করা হয়েছে চুরির কাজে ব্যবহৃত সরঞ্জামাদি।

রবিবার দুপুর দুইটার দিকে উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের উত্তর পাঁহাশিয়াখালী এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- ওই এলাকার সৈয়দ আলমের ছেলে মোঃ বেলাল (২১) ও তার ভাই মোঃ রেদওয়ান (২০)।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতাররা দীর্ঘদিন ধরে আন্ত:জেলা সিএনজি অটোরিকশা চুরির সাথে নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। এ চক্রের সাথে চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের বেশ ক’জন জড়িত রয়েছে বলে জানা গেছে।

এদিকে তাদের কাছ থেকে উদ্ধারকৃত সিএনজি অটোরিক্সার মালিক মোবারক হোছাইন উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের দিঘিরবিল এলাকার বাসিন্দা। গেল ৩ অক্টোবর রাতে তার সিএনজিটি চুরি হয়ে যায়। পরে চুরির ঘটনায় উখিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। তার অভিযোগের প্রেক্ষিতে অভিযান চালিয়ে সিএনজিটি উদ্ধার করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

 

এইচ এম কাাদের,সিএনএন বাংলা২৪

এই বিভাগের সর্বাধিক পঠিত রিপোর্ট