ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

থমকে গেছে কুতুবদিয়ার লবণ উৎপাদন

নিজস্ব সংবাদদাতা :

কুতুবদিয়া উপজেলার ৬ হাজার ৭ শ’ ৬৭ একর লবণের মাঠে বৃষ্টির পানি জমে যাওয়াতে উৎপাদিত লবণ পানির সাথে মিশে গেছে। তবে, উৎপাদনে আরও দু’মাস হাতে থাকায় ক্ষয়ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ রয়েছে চাষীদের।

 

বড়ঘোপ ইউনিয়নের লবণ চাষি আবু ওমর সহ অনেকেই বলেন, হঠাৎ বৃষ্টি শুরু হওয়াতে মাঠে ছড়িয়ে থাকা লবণ উঠানো সম্ভব হয়নি। তাদের ব্যাপক ক্ষতি হয়েছে।

 

আলী আকবর ডেইল ইউনিয়নের লবণচাষী দেলোয়ার হোসেন বলেন, লবণ উৎপাদন মৌসুম আর প্রায় দুই মাস রয়েছে। কালবৈশাখীর কারণে লবণ উৎপাদন বন্ধ রেখেছে। তবে, তার ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানান।

 

বাংলাদেশ ক্ষুদ্র ও কুঠির শিল্প (বিসিক) কুতুবদিয়ার লবণ প্রদর্শনীর পরিদর্শক জাকের হোছাইন বলেন, কালবৈশাখীর কারণে লবণ চাষীদের ব্যাপক ক্ষতি হয়েছে। অনেক চাষী লবণের মাঠের পলিথিনও তুলতে পারিনি। তবে, আবহাওয়া অনুকূলে আসলে চাষীরা পুনরায় লবণ উৎপাদনে যেতে সপ্তাহ লাগবে বলে জানান।