ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

বন্যায় প্লাবিত গ্রামের ভরে যাওয়া খাল খননে ছাত্রলীগ

নিজস্ব প্রতিবেদক:

সম্প্রতি মৌসুমী ঝড়ের ফলে পাহাড়ি ঢলে খাল ভরে যাওয়ায় ভয়াবহ বন্যা দেখা দেয় কক্সবাজারের চকরিয়ায়। বন্যার পানি নামিয়ে আনতে চকরিয়ার মাতামুহুরির সেই খাল খননের উদ্যোগ নেয় কক্সবাজার জেলা ছাত্রলীগ।

সোমবার চকরিয়া উপজেলা ও জেলা ছাত্রলীগের শতাধিক নেতাকর্মী এবং পঞ্চাশজন দিনমজুর সাথে নিয়ে এই খাল খননের কাজ শুরু করে জেলা ছাত্রলীগের সভাপতি এসএম সাদ্দাম হোসাইন।

 

জানা যায়, বন্যায় মাতামুহুরি নদীর পানি বৃদ্ধি পেয়ে চকরিয়ার সুরাজপুর মানিকপুর ইউনিয়নের অধিকাংশ গ্রাম প্লাবিত হয়। যেখানে সাড়ে তিন হাজার পরিবারকে পানিবন্দী অবস্থায় খেয়ে না খেয়ে মানবেতর দিনাতিপাত করতে হয়েছে।

 

স্থানীয়রা জানান, খালের গভীরতা কমে যাওয়ায় পাহাড়ী ঢলের পানি উপরে উঠে গেছে। ফলে তাদের কৃষি জমি ও বাড়ি প্লাবিত হয়ে যায়। খাল খননের উদ্যোগটি খুবই কাজে আসবে।

 

সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং কর্তৃপক্ষকে সরকারিভাবে খাল খনন করে বন্যা পরিস্থিতি মোকাবেলার সক্ষম করার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য দৃষ্টিগোচর করার উদ্দেশ্যে স্বেচ্ছায় খাল খননের এই উদ্যোগ বলে জানান জেলা ছাত্রলীগের সভাপতি এসএম সাদ্দাম হোসাইন।

দুর্যোগে ও দুর্বিপাকে জেলা ছাত্রলীগের এমন মানবিক উদ্যোগ নিয়ে ছুটে যাবার জন্য ধন্যবাদ জানান সুরাজপুর-মানিকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিমুল হক আজিম।

 

পরে স্থানীয় ক্ষতিগ্রস্তদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে পাঁচ কেজি করে চাল বিতরণ করা হয়। এসময় স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিমুল হক আজিম, উপজেলা যুবলীগ নেতা সবুজ চৌধুরী, ছাত্রলীগ নেতা আরফাতুল ইসলামসহ ছাত্রলীগ ও আওয়ামীলীগের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

 

এর আগে রামু উপজেলার নোনাছড়িতে বেড়িবাঁধ নির্মাণ কাজসহ একাধিক স্বেচ্ছাসেবী কাজে অংশ নিয়ে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছিলো কক্সবাজার জেলা ছাত্রলীগ।

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪