ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

পটিয়ায় রোগী -স্বজনদের জন্য বিশুদ্ধ পানির মেশিন স্থাপন

সিএনএন বাংলা২৪ পটিয়া প্রতিনিধি:২৪মে সৌদি আরবস্থ চট্টগ্রাম সমিতি রিয়াদের উদ্যোগে রোগী ও রোগীর স্বজনদের জন্য বিশুদ্ধ পানির মেশিন স্থাপন অনুষ্ঠান সম্প্রতি সময়ে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়। বিশুদ্ধ পানির মেশিন স্থাপনা উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী এমপি।

চট্টগ্রাম সমিতি রিয়াদ শাখার সভাপতি ডা. শেখ মমতাজুল ইসলাম বাপ্পি, সাধারণ সম্পাদক আজিজুল হক সিকদার ও সাংগঠনিক সম্পাদক এনামুল হকের সার্বিক তত্ত্বাবধানে এ সময়ে উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুল মামুন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সব্যসাচী নাথ, পটিয়া উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা বেগম শিরু, আবদুল খালেক, নুরুর রশিদ এজাজ, হাবিবুল হক, আবুল হাসনাত, মোহাম্মদ ফয়সাল, দিদারুল আলম, জাবেদ সরওয়ার, কাজী কাদের, ওয়াসিম, রহিম, হেলাল উদ্দিন রাসেল, আরমান উল্লাহ মিন্টু প্রমুখ।

উদ্বোধনকালে শামসুল হক চৌধুরী এমপি বলেন, দূষিত পানি পান করে মানুষ জটিল রোগে আক্রান্ত হচ্ছে। আজকের এই বিশুদ্ধ পানির মেশিন স্থাপনার কারণে রোগী এবং রোগীর স্বজনরা বিশুদ্ধ পানি পান করে উপকৃত হবে।

 

এইচ এম কাদের সিএনএন বাংলা২৪