এস.পি সেবু, বিশ্বনাথ:
সিলেটের বিশ্বনাথে গত ১৭ জুলাই অনুষ্ঠিত উপজেলার ৫ নং দৌলতপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে নব-নির্বাচিত চেয়ারম্যান হাফিজ মোহাম্মদ আরব খান পরিষদের দায়িত্ব গ্রহন করেছেন। পরিষদের সদ্য বিদায়ী চেয়ারম্যান মোহাম্মদ আমির আলী বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে ইউনিয়ন পরিষদের সচিব ও সাবেক-বতর্মান মেম্বারদের উপস্থিতিতে দায়িত্ব হস্তান্তর করেন।
এরপূর্বে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে ‘দায়িত্ব হস্তান্তর ও গ্রহন’ উপলক্ষে দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আমির আলী সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন দৌলতপুর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান হাফিজ আরব খান। এসময় বিভিন্ন সংগঠন ও ব্যক্তির উদ্যোগে সাবেক-বর্তমান চেয়ারম্যান ও মেম্বারদের ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।
দৌলতপুর ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ডের নবনির্বাচিত মেম্বার শফিক আহমদ পিয়ার’র পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্বাস আলী, সাবেক মেম্বার আবারক আলী, আব্দুল মজিদ, নবনির্বাচিত মেম্বারদের মধ্যে ২নং ওয়ার্ডের কামাল উদ্দিন, ৩নং ওয়ার্ডের নূর উদ্দিন, ৮নং ওয়ার্ডের নজরুল ইসলাম আজাদ, দশপাইকা-আনরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মুক্তার খান, সংগঠক ঈসমাইল খান, আব্দুল মোমিন কালু, জাহিদুল ইসলাম।
সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন হাফিজ সুলতান আহমদ ও স্বাগত বক্তব্য রাখেন পরিষদের ৭নং ওয়ার্ডের মেম্বার আনোয়ার হোসেন ধন মিয়া।
অনুষ্ঠানে দৌলতপুর ইউনিয়ন পরিষদের সচিব সুকান্ত দেবনাথ, সংরক্ষিত ওয়ার্ডের নব-নির্বাচিত মহিলা মেম্বার মধ্যে ১নং ওয়ার্ডের মিনারা বেগম, ২নং ওয়ার্ডের শামীমা বেগম, ৩নং ওয়ার্ডের সরুপা বেগম এবং সাধারণ ওয়ার্ডের মেম্বারদের মধ্যে ১নং ওয়ার্ডের জামাল উদ্দিন, ৪নং ওয়ার্ডের গোলাম হোসেন, ৫নং ওয়ার্ডের আরশ আলী, ৭নং ওয়ার্ডের লুৎফুর রহমান, ৯নং ওয়ার্ডের ইব্রাহিম আহমদ সিজিল, সংগঠক সুলতান খান, বকুল খানসহ বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।