ই-পেপার | বুধবার , ২৬শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

রাষ্ট্রপতি কক্সবাজারের বিশাল সমুদ্র সৈকত উপভোগ করেছেন 

সিএনএন বাংলা ডেস্ক :

মেরিন ড্রাইভসহ কক্সবাজারের বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে দেখবেন রাষ্ট্রপতি। দুই দিনের সফরে ৩০ জুলাই তিনি কক্সবাজার পৌঁছান। এ সময় প্রশাসনের পক্ষ থেকে ফুল দিয়ে রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানানো হয়। পরে গাড়িবহর নিয়ে সার্কিট হাউসে যান তিনি। সেখানে তিনি গার্ড অব অনার গ্রহণ করেন।

 

রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবউদ্দিন রবিবার বিকেলে কক্সবাজার সমুদ্র সৈকত উপভোগ করেছেন।  সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন তিনি।

এরপর আর্মি ওয়েলফেয়ার ট্রাস্ট পরিচালিত লাবণী পয়েন্টের একটি রিসোর্টে ওঠেন রাষ্ট্রপতি। কক্সবাজারের অতিরিক্ত জেলা পুলিশ সুপার রফিকুল ইসলাম জানিয়েছেন, রাষ্ট্রপতির সফরকে ঘিরে কক্সবাজার শহরে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

রাষ্ট্রপতির সফরসঙ্গী হিসেবে আছেন তাঁর পরিবারের সদস্যসহ ৩০ জন সদস্য। গত শনিবার রাষ্ট্রপতি বান্দরবানের নীলগিরি পৌঁছান। সেখান থেকে গতকাল হেলিকপ্টারে কক্সবাজারে আসেন।

গত ২৪ এপ্রিল দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার পর কক্সবাজারে এটিই তাঁর প্রথম সফর।

 

নুর মোহাম্মদ, সিএনএন বাংলা২৪