ই-পেপার | রবিবার , ১৫ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ধানবোঝাই ট্রলির নিচে চাপা পড়ে প্রাণ গেল চালকের

নিজস্ব প্রতিবেদক : নওগাঁর বদলগাছীতে ধানবোঝাই ট্রলির নিচে চাপা পড়ে আপেল মাহমুদ (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৩ মে) বেলা ১১টার দিকে উপজেলার বদলগাছী-নজিপুর আঞ্চলিক সড়কের ছোটকাবলা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আপেল মাহমুদ নওগাঁ সদর উপজেলার কীর্তিপুর গ্রামের কিয়ামত হোসেনের ছেলে। তিনি ট্রলিচালক ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মহাদেবপুর উপজেলার মাতাজীহাট বাজার থেকে ধানবোঝাই ট্রলি নিয়ে বদলগাছী উপজেলার গাবনা গ্রামের দিকে যাচ্ছিলেন আপেল মাহমুদ। পথিমধ্যে বদলগাছী-নজিপুর আঞ্চলিক সড়কের ছোটকাবলা মোড়ে পৌঁছালে ওভারলোডের কারণে চলন্ত অবস্থায় চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায় ট্রলিটি। এতে ট্রলির নিচে চাপা পড়ে চালক আপেল মাহমুদের মৃত্যু হয়।

বদলগাছী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিয়ার রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছিল। নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়ে

 

 এইচ এম কাদের সিএনএন বাংলা২৪