ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

হাতিয়া দ্বীপ সরকারি কলেজে শিক্ষকদের কর্মবিরতি

হানিফ সাকিব, হাতিয়া :

 

নোয়াখালীর হাতিয়া দ্বীপ সরকারি কলেজ প্রাঙ্গণে বিসিএস সাধারণ শিক্ষা সমিতি হাতিয়া শাখার উদ্যোগে সোমবার (২ অক্টোবর) সকাল সাড়ে দশটায় কর্মবিরতি পালন করেছেন শিক্ষকেরা।

 

সমিতির সভাপতি মো. তোফায়েল হোসেনের নেতৃত্বে বিসিএস শিক্ষকেরা এই কর্মবিরতিতে অংশগ্রহণ করেন। কর্মবিরতি পালনকালে সভাপতি তোফায়েল হোসেন সাংবাদিকদের জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক আন্তঃক্যাডার বৈষম্য নিরসন, সুপার নিউমারারি পদে পদোন্নতি, অধ্যাপক পদকে তৃতীয় গ্রেডে উন্নতীকরণ, অর্জিত ছুটি প্রদান এবং ক্যাডার কম্পেজিশনের সুরক্ষা, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও মাদরাসা

 

শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তা নিয়োগবিধি বাতিল, শিক্ষা ক্যাডার তফসিলভুক্ত পদ থেকে শিক্ষা বহির্ভূতদের প্রত্যাহার ও প্রয়োজন পদ সৃজনসহ বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের ন্যায্য দাবিসমূহের কথা উল্লেখ করেন।

 

তারা আরো জানান, দাবি সমূহ পূরণে দৃশ্যমান অগ্রগতি না হলে আগামী ১০, ১১ ও ১২ অক্টোবর টানা তিনদিন কর্মবিরতি পালন করা হবে।

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪