নুর মোহাম্মদ:
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, জাতীয় মহিলা সংস্থা আয়োজিত তথ্য আপা, ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্প ২য় (পর্যায়ে) এর বিশেষ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
রামুর পূর্ব রাজারকুল সরকারী বিদ্যালয়ে অনুষ্ঠিত উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রামু -সদর -ঈদগাঁও ৩- আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রামু উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা মুস্তফা, রামু নির্বাচন অফিসার মাহফুজুল আলম, রাজারকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুফিজুর রহমান, পূর্ব রাজারকুল সরকারী বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসির উদ্দীন, সাংবাদিক নীতিশ বড়ুয়া,তথ্য সেবা কর্মকর্তা সুমী খাতুন ও তথ্য আপা সহকারী কর্মকর্তারা।
অনুষ্ঠানে প্রধান অতিথি আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল বলেন ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নারীদের ক্ষমতায়ন করার লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছেন।
গ্রামে গন্জে নারীদের ব্যাপক উন্নয়ন সহ আত্ম নির্ভরশীলতা বৃদ্ধি করে অসহায় নারীদের বিভিন্ন বিষয়ে জ্ঞান অর্জন করে যাচ্ছে। তাই এলাকার নারী সমাজকে আরো অগ্রণী ভূমিকা রাখতে আহ্বান জানান।