ই-পেপার | শনিবার , ১লা জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

তথ্য অফিসের নারী সমাবেশে হুইপ : দেশবিরোধী অপশক্তির গুজবের বিরুদ্ধে সজাগ থাকতে হবে

আবদুল হাকিম রানা, পটিয়া :

 

প্রধানমন্ত্রীর ১০ উদ্যোগ, ব্র্যান্ডিং, চতুর্থ শিল্প বিপ্লবের গুরুত্ব, স্মার্ট বাংলাদেশ, বিভিন্ন ক্ষেত্রে সরকারের অর্জিত সাফল্য ও উন্নয়ন পরিকল্পনা, ভিশন-২০৪১ এর লক্ষ্য ও অর্জনসমূহ এবং মাদক, সন্ত্রাস, গুজব, অপপ্রচার, অপরাজনীতি ও সাম্প্রদায়িকতা, জঙ্গিবাদ, নাশকতা ও ডেঙ্গু প্রতিরোধ শীর্ষক কর্মসূচির আওতায় পটিয়া তথ্য অফিসের ব্যবস্থাপনায় পটিয়ায় নারী সমাবেশ হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব সামশুল হক চৌধুরী এমপি।

 

পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুল মামুনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন পটিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোতাহেরুল ইসলাম চৌধুরী, পটিয়া পৌরসভার মেয়র আলহাজ্ব আইয়ুব বাবুল, মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা বেগম শিরু, সহকারী তথ্য কর্মকর্তা উজ্জ্বল শীল,প্রধান শিক্ষক, আবদুল আজিজ শশাংক মালা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিলুযারা বেগম,কাউন্সিলর গিয়াস উদ্দিন আজাদ, কাউন্সিলর বুলবুল আকতার, কচুয়াই ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সেলিনা আকতার, নারী নেত্রী জুলেখা বেগম নয়ন বড়ুয়া প্রমুখ।

 

এতে হুইপ সামশুল হক চৌধুরী বলেন, গুজব ছড়িয়ে কোন লাভ হবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিগত সাড়ে ১৪ বছর এদেশে ব্যাপক উন্নয়ন করেছেন।তিনি বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা, স্বামী পরিত্যক্ত ভাতা,
মাতৃকালীন ভাতা, সহ বিভিন্ন রকমের ভাতা প্রচলন করে সাধারণ মানুষের পাশে দাড়িয়েছেন।তিনি বাংলাদেশকে প্রথমে উন্নয়নশীল দেশ, পরে ডিজিটাল বাংলাদেশ আর এখন স্মার্ট বাংলাদেশ
বির্ণিমান করে যাচ্ছেন।

 

এছাড়া এ দেশে বিএনপি জামাত জোট সরকারের আমলে যেভাবে জঙ্গিবাদ ও বাংলা ভাইয়ের ঊথ্খান হয়েছিল তা শেখ হাসিনার সরকার শক্তহাতে মোকাবিলা করে বাংলাদেশকে জঙ্গিমুক্ত করেছে।এছাড়া ও সরকার
বাংলাদেশকে মাদকমুক্ত করেছে। সামনে আসন্ন নির্বাচনকে ঘিরে নানা অপপ্রচার চালাতে স্বাধীনতা বিরোধী অপশক্তি সুযোগ খুজবে।সকলকে সবকিছু জেনে শুনে সিদ্ধান্ত নিতে হবে। কারো কান কথা বিশ্বাস করা যাবে না।

 

তিনি দেশের চলমান উন্নয়ন ধারা অব্যাহত রাখার জন্য আবারো নৌকা মার্কাকে বিজয়ী করে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহবান জানান।

 

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪