ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

উখিয়ায় আ’লীগ নেতাকে পেটালেন ইউপি চেয়ারম্যান

ফরিদুল আলম শাহীন :

 

কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়াপালং ইউপি’র চেয়ারম্যান ছৈয়দ আলমের হাতে মারধোরের শিকার হয়েছেন আওয়ামীলীগ নেতা সুবর্ণ বড়ুয়া। এ ঘটনায় অভিযুক্ত ওই চেয়ারম্যানের বিরুদ্ধে উপজেলা নির্বাহী অফিসার বরাবরে লিখিত অভিযোগ দিয়েছেন আহত সুবর্ণ বড়ুয়া। তিনি উখিয়া উপজেলার পাইন্যাশিয়া গ্রামের অজয় বড়ুয়ার ছেলে এবং ১নং ওয়ার্ড শাখা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার (৩০ সেপ্টেম্বর) উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়ন পরিষদে স্ত্রীর নামে ইস্যুকৃত ভিজিডি’র চাল নিতে গিয়ে এই মারধোরের ঘটনা ঘটে।

 

অভিযোগ সূত্রে জানা গেছে, চলতি ২০২৩-২০২৪ অর্থ বছরে গত ৬ মাস ধরে সুবর্ণ বড়ুয়ার স্ত্রী দীপা বড়ুয়াকে (কার্ড নং ৬৯) প্রতিমাসে ৩০ কেজি করে ভিজিডির চাল দেয়া হয়। সম্প্রতি সুবর্ণ বড়ুয়ার স্ত্রীর অসুস্থতাজনিত কারণে তার মা চালের জন্য ইউনিয়ন পরিষদে যান। এসময় উপকারভোগী দীপার মাকে চাল না দিয়ে তাড়িয়ে দেন ইউপি চেয়ারম্যান ছৈয়দ আলম।

 

পরে ৩০ সেপ্টেম্বর দুপুরে দীপার স্বামী সুবর্ণ বড়ুয়া নিজে ইউনিয়ন পরিষদে গেলে তাকে বাৎসরিক উৎসকর পরিশোধের রশিদ দেখাতে বলেন চেয়ারম্যান ছৈয়দ আলম। তিনি যৌথ পরিবারের সদস্য হিসেবে বাবার নামীয় উৎসকর পরিশোধের রশিদ দেখালে চেয়ারম্যান ক্ষিপ্ত হয়ে উঠেন। এসময় সুবর্ণকে চাল দিবে না বলে হাতে থাকা কাগজপত্র ছিনিয়ে নিয়ে কিল, লাথি, ঘুষি মেরে শরীরের বিভিন্ন স্থানে জখম করেন চেয়ারম্যান নিজে। সেসময় কয়েকজন ইউপি সদস্যও ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।

 

আহত সুবর্ণ বড়ুয়া বলেন, ‘চেয়ারম্যান আমাকে চাল না দিতে পারেন। আমার স্ত্রীর নামে ইস্যুকৃত ভিডিজি কার্ডও বাতিল করতে পারেন। কিন্তু আমাকে মারধোর করার ক্ষমতা চেয়ারম্যান কোথায় পেলেন ? আমি এর ন্যায় বিচার চাই।’

 

এবিষয়ে চাইলে অভিযুক্ত জালিয়াপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম ছৈয়দ আলম বলেন, ‘সুবর্ণ বড়ুয়ার স্ত্রী এলে ভিজিডির চাল দেওয়া হবে। উৎসকর আদায়ের রশিদ লাগবে না। মারধোরের বিষয়টি সঠিক নয়। আমি তাকে মারধর করেছি বলে ইউএনও বরাবরে অভিযোগ করেছে, আমিও তার নামে মামলা করবো।’

 

উখিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইমরান হোসাইন সজীব জানিয়েছেন, জালিয়াপালং ইউনিয়ন পরিষদে সৃষ্ট ঘটনাটির বিষয়ে পরষ্পরবিরোধী অভিযোগ উঠেছে। ঘটনাটির তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’

 

এইচ এম কাদের.সিএনএন বাংলা২৪